রেলের ভুলে খড়দহে ভয়াবহ দুর্ঘটনা! দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের

খড়দহে ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষ। বিরাট দুর্ঘটনা থেকে বাঁচল দুটি গাড়ি। ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা ২টি গাড়ির। লেভেল ক্রশিং বন্ধ করার আগে ঢুকে পড়ে দুটি গাড়ি। তারপর বন্ধ হয় লেভেল ক্রশিংয়ের গেট। তার মধ্যেই চলে আসে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। গাড়ি দুটির এক পাশের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি দুটি ভেতরে ছিল। গেটম্যান দেখলাম পালিয়ে গেল। এদিকে সেই সময় একটি ট্রেন ছুটে আসছিল। সেই ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে গাড়ি দুটির। যদিও এই দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে সেখানে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিকে রেল এই ঘটনায় কাদের গাফিলতি তা খোঁজ নিয়ে দেখছে। এনিয়ে রেল কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

আরও পড়ুন- সরকারি হাসপাতালে পথ-কুকুরের দাপট, আটকাতে গুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের

 

 

Previous articleফের একবার উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ, ফাইনালে হারালেন জকোভিচকে
Next articleবাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগে পালিত হল বনমহোৎসব ২০২৪