Monday, November 10, 2025

রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি, নির্বাচন পাখির চোখ বিরোধীদের

Date:

Share post:

বিরোধী সাংসদদের সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড করে দিয়ে একের পর এক বিল থেকে আইন পর্যন্ত পাশ করেছে দ্বিতীয় মোদি সরকার। ২০২৪ লোকসভা নির্বাচনে জনগণের রায় মোদির বিরুদ্ধে যাওয়ায় এবার মোদি সরকারের গায়ের জোরে আইন পাশের পথও বন্ধ হল। রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা হারালো বিজেপি তথা এনডিএ। চলতি বছরে যে ১১ টি রাজ্যসভার আসনে নির্বাচন রয়েছে, এখন সেই নির্বাচনের দিকে তাকিয়ে কেন্দ্রের শাসক থেকে বিরোধী উভয় পক্ষই।

শনিবার মেয়াদ শেষ হয় চার রাজ্যসভার সাংসদ – রাকেশ সিনহা, রাম সকল, সোনাল মানসিং ও মহেশ জেটমালানির। চারজনই বিজেপির মনোনিত প্রার্থী ছিলেন। তার ফলে বর্তমানে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা দাঁড়ালো ৮৬ জন, যা বিরোধী জোটের থেকেও কম। I.N.D.I.A. জোটের মোট সাংসদ রাজ্যসভায় ৮৭ জন। তবে এনডিএ জোটের মোট সাংসদ সংখ্যা ১০১ জন। কিন্তু সংখ্যা গরিষ্ঠতা পেতে গেলে সাংসদ সংখ্যা কমপক্ষে ১১২ জন হতে হবে।

সেক্ষেত্রে এখন বিজেপিকে নির্ভর করতে হবে দক্ষিণের এআইএডিএমকে, জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস, কে চন্দ্রশেখর রাও-এর বিআরএস, নবীন পট্টনায়েকের বিজেডির সাংসদদের উপর। যার মধ্যে এআইএডিএমকে বরাবরের মতো বিজেপিকে সমর্থন করলেও বাকিদের সমর্থন নিয়েই অনিশ্চিত মোদি সরকার। চন্দ্রবাবু নাইডু তামিলনাড়ুর ক্ষমতায় আসার পরে বিরোধী জগনমোহন কোনওভাবেই নাইডুর পাশে থাকবেন না। বিআরএস নেত্রী কে কবিতাকে জেলে ঢোকানোর পরে তাঁদের সাংসদদেরও সমর্থনের প্রত্যাশা নেই। ওড়িশায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে নবীন পট্টনায়েকও বিজেপিকে সমর্থনের পথ থেকে সরে এসেছেন।

এই পরিস্থিতিতে রাজ্যসভায় এখন ২০টি আসন খালি রয়েছে। তার মধ্যে ১১টি নির্বাচিত আসন। সেই আসনে নির্বাচন এই বছরই হওয়ার কথা। এর মধ্যে মহারাষ্ট্র, অসম, বিহারের দুটি করে আসন, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ত্রিপুরার একটি করে আসনে নির্বাচন হবে। ডবল ইঞ্জিন রাজ্যগুলির আসন নিশ্চিত হলেও হরিয়ানা, তেলেঙ্গানার আসন নিয়ে প্রত্যাশী কংগ্রেস। উপনির্বাচনে মধ্যপ্রদেশ যে ফলাফল দেখিয়েছে তাতে সেখানেও রাজ্যসভার সাংসদ নির্বাচনের ফলাফল নিয়ে আশঙ্কা তৈরি হতে পারে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ব্যাকফুটে এনডিএ জোট। বর্তমান প্রেক্ষাপটে তাই কোনওভাবেই রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা ধরে রেখে আইন পাশ করানোর স্বেচ্ছাচারিতা করতে পারবেন না নরেন্দ্র মোদি, অমিত শাহরা।

spot_img

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...