Saturday, November 8, 2025

ভবানীপুরের যদুবাবুর বাজারে হানা টাস্ক ফোর্সের! দামের তালিকা টাঙানোর নির্দেশ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া সময় সীমা পার হতে বাকি আর ৩দিন। তাঁর নির্দেশে রাজ্যের সর্বত্রই বাজারে অভিযানে নেমেছে টাস্ক ফোর্স। সঙ্গে এনফোর্সমেন্ট ব্রাঞ্চও। কিন্তু সবজির দাম কি আদৌ কমছে? প্রশ্ন ক্রেতাদের।

দামে হ্রাস টানতে গত কয়েকদিনে মানিকতলা সহ কলকাতার বড় বড় বাজারগুলিতে হানা দিয়েছে টাস্ক ফোর্স। কিছু ক্ষেত্রে ইতিবাচক ফলও মিলেছে। এবার ভবানীপুরের যদুবাবুর বাজার হাজির টাস্ক ফোর্স। শহরের অন্য বাজারগুলির তুলনায় এই বাজারে সমস্ত সবজির দামই গড়ে ১০ থেকে ১৫ টাকা বেশি! কিন্তু কেন? এদিন যদুবাবুর বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স রবীন্দ্রনাথ কোলে বলেন, ‘এরা বলছে, এখানে কোয়ালিটি ভালো, সেজন্য দাম বেশি। কিন্তু আমরা বলেছি, কোয়ালিটি ভালো সন্দেহ নেই। কিন্তু অন্য জায়গায় কোয়ালিটি খারাপ, তা তো নয়। দু’তিনটে দোকান আছে, যারা কোয়ালিটি জিনিস বিক্রি করে। আমরা বলেছি, দামের তালিকা ঢাঙাতে হবে। তাহলেই আর ঝামেলা থাকে না’।

বাদ যায়নি নিউ মার্কেটের সবজি বাজারও। সেখানকার বিক্রেতাদের কাছে টাস্ক ফোর্সের সদস্যরা জানতে চান, ‘দামের তালিকা কোথায়? ক্রেতা এলে ঝোপ বুঝে কোপ মারেন’? সঙ্গে হুঁশিয়ারি, ‘চলবে না ওসব। নিউ মার্কেট থানার ভিতরে ঢুকিয়ে দেবে’।

অভিযান চলছে জেলায় জেলায়ও। আজ, সোমবার সকালে জলপাইগুড়ি দিনবাজার এলাকায় সবজির পাইকারি বিক্রয়কেন্দ্রগুলি যান জেলাশাসক শমা পারভিন। অসাধু সবজি ব্যবসায়ীদের নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জেলাশাসক জানিয়েছেন, রাজ্য সরকারের সুফল বাংলা প্রকল্পে জেলায় বিভিন্ন প্রান্তে আলু বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

এদিকে পশ্চিম বর্ধমানের বাজারগুলিতে যখন অভিযান চলছে, তখন সবজির দাম পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত দাম কমিয়ে দিচ্ছেন খুচরো ব্যবসায়ীরা। কিন্তু পরের দিনই ফের বাজার অগ্নিমূল্য! এদিন মুর্শিদাবাদের বহরমপুরের বিভিন্ন বাজারের সবজির দম খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা।

আরও পড়ুন- চার বিধায়কের শপথ: রাজ্যপালের উপর চাপ বাড়ালেন স্পিকার বিমান

এর আগে, গত মঙ্গলবার মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক হয় নবান্নে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘টমেটো, করোলা, পটল এসবের দাম আকাশ ছোঁয়া। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। আলুর দাম গত বছর এই সময় ছিল ২২ টাকা, কিন্তু এবারে হয়েছে ৩৫ টাকা। গত বছর এই সময় পেঁয়াজের দাম ছিল ৩৫ টাকা। রসুন আগেরবারের ছিল ২০০ টাকা এবার হয়েছে ২৮০ টাকা। বেগুন, গুন কি আমি জানিনা, আগেরবার ছিল ১২০ টাকা এখনো হচ্ছে ১৪০ টাকা। কাঁচা লঙ্কা আগে ছিল ৬০ টাকার এবার হয়েছে ৪৫ টাকা একটু কম হয়েছে। টমেটো গতবার ছিল একশো কুড়ি এখানে ৮০ এখন। পটল গতবার ছিল ৫৫, এবার হয়েছে ৩৫।’ সঙ্গে কড়া নির্দেশ, ‘১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে’। সেই সময়সীমার আজ সোমবার ছিল সপ্তম দিন।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...