Friday, January 30, 2026

‘মানুষ ভগবান হতে চায়’, ফের প্রকাশ্যে মোদির সমালোচনায় মোহন ভাগবত

Date:

Share post:

নিজেকে ঈশ্বরের দূত দাবি করা নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফের আক্রমণের নিশানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই বিজেপির পাশ থেকে মানুষের সরে যাওয়ার কারণ হিসাবে শীর্ষনেতাদের ঔদ্ধত্য ও ভ্রান্তনীতিকে দায়ী করেছিলেন আরএসএস (RSS) প্রধান। এবার সরাসরি মোদির ঈশ্বর হওয়ার প্রবণতাকে আক্রমণ করলেন তিনি।

আত্মপ্রচারের বেলুন ফুলিয়ে চলা নরেন্দ্র মোদিকে নাম না করে ‘মানুষ’ হওয়ার পরামর্শ দেন মোহন ভাগবত। তিনি উল্লেখ করেন, “উন্নতির কোনও শেষসীমা হয় না এবং উন্নয়নও তেমনই একটি বিষয়। যদিও সেই পর্যায়ে যখন কোনও ব্যক্তি উঠে যান এবং মনুষ্যত্ব (humanity) হারিয়ে ফেলেন তখন সবার আগে তাঁর মানুষ হয়ে ওঠাই প্রয়োজন।”

নির্বাচনী প্রচারে নিজেকে ঈশ্বর প্রেরিত বলে দাবি করে গোটা দেশে সমালোচনার মুখে পড়েন নরেন্দ্র মোদি। এবার সেই উক্তি নিয়ে নাগপুর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিসাইল ছুঁড়লেন মোহন ভাগবত। তিনি বলেন, “একটা নির্দিষ্ট ধাপ পর্যন্ত উন্নতির পরে মানুষ সুপারম্যান (Superman) হতে চায়। সুপারম্যান হওয়ার পরই মানুষ সেখানে থেমে যায় না। তাঁর মনে হয় তিনি দেবতা (Devta) হবেন। কিন্তু সেই দেবতা হওয়ার পরে সেই দেবতার মনে হয়, না ভগবান তাঁর থেকেও বড়। তাই তারপর তিনি ভগবান (Bhagwan) হতে চান।”

মোহন ভাগবতের এই আক্রমণের পরে ফের নিশানায় মোদিকে বসাতে বাকি রাখেননি বিরোধীরা। কংগ্রেসের দাবি, আরএসএস (RSS) যে মোদির এই ঔদ্ধত্য ও গর্বিত পদক্ষেপ পছন্দ করছেন না, তা ভাগবতের কথায় প্রমাণিত। সেই সঙ্গে তিনি যে ঈশ্বরের দ্বারা এই পদে বসেননি, সেটাও প্রমাণ করছে আরএসএস।

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...