রাজারহাটে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্র ফাঁস, আটক ৪

রাজারহাটে নারায়ণপুরে (Narayanpur, Rajarhat) বিলাসবহুল বাড়িতে প্রতারণা চক্র। রাতভর তল্লাশি চালাল বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police)। অশালীন ভিডিও কল রেকর্ড করে ব্ল্যাকমেইল চলতো বলে পুলিশ সূত্রে মনে করা হচ্ছে। এমতাজুল গাজি নামে এক ব্যক্তির কাছ থেকে বাড়ি ভাড়া নিয়ে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্রের (Sextortion) জাল বিস্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার পুলিশ আধিকারিকরা এই বাড়িতে তল্লাশি অভিযান চালান। শনিবার ভোর পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তিন মহিলা সহ চারজনকে আটক করা হয়েছসে

বিধাননগর পুলিশ কমিশনারের সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজারহাটের তল্লাশি অভিযান থেকে ৩০টিরও বেশি সিমবক্স উদ্ধার করা হয়েছে, বাজেয়াপ্ত একটি গাড়ি। বাড়িতে পাওয়া বিভিন্ন নথি থেকে নিউটাউনের একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে বলে জানা যাচ্ছে। সেখানে নীল ছবির শুটিং চলতে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কীভাবে কাজ করতো এই প্রতারণা চক্র তা নিয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও ভিনরাজ্যের যোগসূত্র খুঁজে পেয়েছেন পুলিশ আধিকারিকরা বলে মনে করা হচ্ছে। মূল পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতদের আদালতে তোলা হবে।


Previous articleসুপ্রিম শর্ত মেনে আজই NEET UG -র ফলপ্রকাশ
Next articleবৃষ্টিভেজা উইকেন্ডের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ভারী দুর্যোগের সম্ভাবনা নেই