Friday, November 7, 2025

NEET কেলেঙ্কারিতে ধর্মেন্দ্র প্রধান গ্রেফতার নয় কেন? রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হলে ধর্মেন্দ্র প্রধান নয় কেন? প্রশ্ন তুলে একুশের মেগা সমাবেশের মঞ্চ থেকে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঠিক দুবছর আগে একুশে জুলাইয়ের সমাবেশের পর দিনই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে তল্লাশির চালায় ইডি। গ্রেফতার করা হয় পার্থকে। ২বছর পরে রবিবার এখুশের মঞ্চ থেকে সেই প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্ব অভিযোগ তুলে ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোজাসোজি প্রশ্ন ছুড়ে দিয়ে অভিষেক বলেন, যদি এসএসসি-র জন্য  তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যারে বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে ধরা হয়, তাহলে দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারির NEET-এর জন্য কেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে তল্লাশি চালানো হবে না? কেন তিনি গ্রেফতার হবেন না? এই বৈষম্য কেন!অভিষেকের (Abhishek Banerjee) কথায়, কেউ দোষ করলেন, অন্যায় করলে আইন আইনের পথে চলবে। তাঁর শাস্তি হবে। কিন্তু যদি এসএসসি নিয়ে অভিযোগ ওঠায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে জেলে ভরে রাখা হয়, তাহলে, কেন কেন্দ্রীয় মন্ত্রীকে নিট কেলেঙ্কারির জন্য গ্রেফতার করা হবে না! কেন্দ্রীয় এজেন্সি এই রাজনৈতিক দ্বিচারিতা করবে কেন- তোপ দাগেন অভিষেক।

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এজেন্সিরাজের অভিযোগ তুলে এদিন সভা মঞ্চ থেকে একের পর এক তোপ দাগেন অভিষেক। তাঁর কথায়, বিজেপি ভেবেছিল ED-CBI দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলকে হারাবে। কিন্তু তৃণমূলের কাছে মানুষের জোর আছে। বিজেপি কাছে সব আছে- মিডিয়া, ইডি-সিবিআই, বিচারব্যবস্থার একাংশ, ক্ষমতা। সেইসব কাজে লাগিয়ে বাংলাকে ছোট করেছিল। কিন্তু বাংলার মানুষ তাদের জবাব দিয়েছে। অভিষেক জানান, কীভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে এজেন্সি দিয়ে হেনস্থা করা হয়েছিল। কিন্তু তিনি ফের জানিয়ে দেন মাথা কেটে দিলেও তিনি ঝুঁকবে না।






spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...