Sunday, January 11, 2026

অল্পের জন্য সেঞ্চুরি মিস শেফালির, নেপালকে দুরমুশ করে এশিয়া কাপের সেমিতে ভারতের মেয়েরা

Date:

Share post:

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে দুরন্ত খেলল ভারতের মেয়েরা।এশিয়া কাপের সেমিতে পৌঁছল দুরন্ত মেয়েরা ৷ নেপালকে নিয়ে কার্যত ছেলেখেলা করল ৷ নেপালের বিরুদ্ধে বিশাল জয়ের মাঝে কিছুটা আক্ষেপ, অল্পের জন্য সেঞ্চুরি মিস ওপেনার শেফালি ভার্মার।মঙ্গলবার গ্রুপ এ -র ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া ৷ শাফালি ভর্মা ব্যাট হাতে নেপালি বোলারদের কার্যত দুরমুশ করলেন ৷ এদিন ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান করে ভারত ৷ অন্যদিকে রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে নেপালি ব্যাটিং লাইন আপ ৷ ৮২ রানে ম্যাচ জিতে যান ভারতের মেয়েরা ৷এদিন টসে জিতে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে ভারতের দুই মেয়ে শাফালি ভর্মা এবং দয়ালান হেমলতা ৷ শাফালি এদিন মাত্র ৪৮ বলে ৮১ রান করেন ৷ তার এদিনের স্কোর সাজানো ১২ টি চার ও ১ টি ছক্কা দিয়ে ৷ এদিকে তাঁর প্রথম উইকেটে যথেষ্ট সঙ্গত দেন হেমলতা ৷ তিনি ৪২ বলে ৪৭ রান করেন ৷ তিনি পাঁচটি চার এবং ১ টি ছয় মারেন ৷ সঞ্জীবন সঞ্জনা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ ১০, ২৮, ৬ রান করেন ৷

এদিকে এই বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে নেপালের মহিলা ক্রিকেট দল ৷ দলের ৮ রানে প্রথম উইকেট খোয়ানো শুরু হয় আর সেই ধারাই চলতে থাকে ৷ ২০ ওভারে ১০০ রানেও পৌঁছতে পারল না টিম নেপাল ৷ ৯ উইকেটে ৯৬ রানে থমকে যায় নেপাল ৷ ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩ উইকেট নেন মাত্র ১৩ রান দিয়ে ৷ এছাড়াও অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব ২ টি করে উইকেট নেন ৷ ১ উইকেট নেন রেণুকা সিং ৷ এদিকে টিম ইন্ডিয়া গ্রুপ এ পর্বের সব ম্যাচে জিতে গ্রুপের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করল ৷ অন্যদিকে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল যারা সেমিফাইনালের টিকিট পেল তারা হল পাকিস্তান ৷ এর ফলে যদি ভারত ও পাকিস্তান দুই মহিলা দলই নিজেদের এশিয়া কাপ সেমিফাইনাল জেতে তাহলে ফাইনালে ফের একবার হতে পারে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি৷

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...