Friday, November 7, 2025

বাংলা ভাগের বৃহত্তর চক্রান্ত! নিশিকান্তের দাবিকে সমর্থন জানালেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক

Date:

Share post:

বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কিংবা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সুরেই এবার বাংলা ভাগের কথা বললেন মুর্শিদাবাদের বিজেপি বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ (Gouri Shankar Ghosh)। অর্থাৎ, বাংলা ভাগের স্বপক্ষে বক্তব্য কোনও এক নেতার ব্যক্তিগত মন্তব্য বা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বিজেপির বৃহত্তর ষড়যন্ত্র তা কার্যত পরিষ্কার!

বাংলা ও বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাবকে সমর্থন করলেন মুর্শিদাবাদের বিজেপি বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ (Gouri Shankar Ghosh)। আজ, শুক্রবার তিনি দাবি করেন, যে অনেক আগেই এই বিষয়টি তুলেছিলেন। সংসদে নিশিকান্ত দুবে একই দাবিতে সোচ্চার হওয়ায় তাঁর বক্তব্যই স্বীকৃতি পেল।

গতকাল, বৃহস্পতিবার লোকসভায় অনুপ্রবেশ ও জনবিন্যাস বদল রুখতে পশ্চিমবঙ্গ ও বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তোলেন গোন্ডার সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ থেকে অনুপ্রবেশকারীরা এসে ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে। ঝাড়খণ্ড সরকার এব্যাপারে নীরব। আমি পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ এবং বিহারের কিশানগঞ্জ, আরারিয়া ও কাটিহার জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানাচ্ছি। কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পর সেখানে এনআরসি করার দাবিও তোলেন তিনি।

আরও আজ, শুক্রবার সকালে নিশিকান্তের সেই দাবিকে সমর্থন করে মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ বলেন, “আমি অনেক আগেই এই দাবি তুলেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম, মুর্শিদাবাদ ও মালদায় যে ভাবে অনুপ্রবেশ হচ্ছে তাতে আগামী দিনে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। ভারতবিরোধী শক্তি মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করছে। তার পর সারা দেশে ছড়িয়ে যাচ্ছে তারা। রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তাই এই এলাকাকে কেন্দ্রের প্রত্যক্ষ নজদারিতে আনা প্রয়োজন। নইলে আগামীতে গোটা দেশের মানুষকে এজন্য ভুগতে হবে। এবার নিশিকান্ত দুবে সেকথা বলেছেন। আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এবার গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।”

এদিকে গৌরীশংকরের দাবির বিরোধিতা করে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, “বাংলা ভাগের চক্রান্ত চলছে। সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দিতে চাইছেন। নিশিকান্ত দুবে মালদা – মুর্শিদাবাদকে বিহারে মিশিয়ে দিতে চাইছেন। ভোটে হেরে এরা বাংলাকে দুর্বল করতে চাইছে।”

আরও পড়ুন: পক্ষপাতিত্ব মানব না, নীতি আয়োগের বৈঠকে ‘প্রতিবাদ’ করতে দিল্লি রওনা মুখ্যমন্ত্রীর

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...