Friday, January 9, 2026

বিরোধীদের আইফোন হ্যাক নিয়ে কী পদক্ষেপ কেন্দ্রের, রাজ্যসভায় সরব রাঘব

Date:

Share post:

বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ফোন হ্যাকের প্রসঙ্গ উঠল রাজ্যসভায়। রাষ্ট্রের মদতেই মহুয়াদের ফোন হ্যাকিং হচ্ছে বলে ‘অ্যাপল’ (Apple) যে অভিযোগ করেছিল এবার সেই প্রসঙ্গই রাজ্যসভায় উত্থাপন করে কেন্দ্রের পদক্ষেপের দাবিতে সোচ্চার আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda)। তিনি বলেন, বিরোধী শিবিরের নেতারা রাষ্ট্রের মদতপুষ্ট স্পাইঅয়্যার হামলার শিকার হচ্ছেন। মোবাইলে নোটিফিকেশন আসছে, রাষ্ট্র আমাদের মোবাইলে আড়ি পাততে সাইবার হামলার চেষ্টা করছে। কিন্তু এই ব্যাপারে কেন্দ্র কী করছে? শুক্রবার বাজেট অধিবেশনের পঞ্চম দিনে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জীতিন প্রসাদ (Jitin Prasad) রাজ্যসভায় এই প্রশ্নের উত্তরে জানান, অ্যাপল কীসের ভিত্তিতে হ্যাকিং সংক্রান্ত দাবি করছে সেই তথ্য ও তথ্যের উৎস জানার কাজ চলছে।

২০২৩- এর শেষের দিকে তৃণমূলের মহুয়া মৈত্র, কংগ্রেসের শশী তারুর, পবন খেরা, আম আদমি পার্টির রাঘব চড্ডা, মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি, উদ্ধবের শিবসেনার প্রিয়ঙ্কা চতুর্বেদী-সহ একাধিক বিরোধী নেতা-নেত্রীরা অভিযোগ তুলেছিলেন তাঁদের আইফোন হ্যাকের চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয় ‘রাষ্ট্রের মদতপুষ্ট’ সম্ভাব্য সাইবার অ্যাটাকের বিষয়ে মোবাইল নির্মাতা সংস্থার তরফেই তাঁদের সতর্ক করা হয়েছিল বলেই সরব হয়েছিলেন তাঁরা। সেই প্রসঙ্গ উত্থাপন করে রাঘব জানতে চান ঠিক কতজন এই হ্যাকিং এর শিকার হয়েছেন? কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী গোটা বিষয়টি সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি। তদন্ত চলছে বলে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা মন্ত্রী জীতিনের।


spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...