বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ফোন হ্যাকের প্রসঙ্গ উঠল রাজ্যসভায়। রাষ্ট্রের মদতেই মহুয়াদের ফোন হ্যাকিং হচ্ছে বলে ‘অ্যাপল’ (Apple) যে অভিযোগ করেছিল এবার সেই প্রসঙ্গই রাজ্যসভায় উত্থাপন করে কেন্দ্রের পদক্ষেপের দাবিতে সোচ্চার আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda)। তিনি বলেন, বিরোধী শিবিরের নেতারা রাষ্ট্রের মদতপুষ্ট স্পাইঅয়্যার হামলার শিকার হচ্ছেন। মোবাইলে নোটিফিকেশন আসছে, রাষ্ট্র আমাদের মোবাইলে আড়ি পাততে সাইবার হামলার চেষ্টা করছে। কিন্তু এই ব্যাপারে কেন্দ্র কী করছে? শুক্রবার বাজেট অধিবেশনের পঞ্চম দিনে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জীতিন প্রসাদ (Jitin Prasad) রাজ্যসভায় এই প্রশ্নের উত্তরে জানান, অ্যাপল কীসের ভিত্তিতে হ্যাকিং সংক্রান্ত দাবি করছে সেই তথ্য ও তথ্যের উৎস জানার কাজ চলছে।

২০২৩- এর শেষের দিকে তৃণমূলের মহুয়া মৈত্র, কংগ্রেসের শশী তারুর, পবন খেরা, আম আদমি পার্টির রাঘব চড্ডা, মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি, উদ্ধবের শিবসেনার প্রিয়ঙ্কা চতুর্বেদী-সহ একাধিক বিরোধী নেতা-নেত্রীরা অভিযোগ তুলেছিলেন তাঁদের আইফোন হ্যাকের চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয় ‘রাষ্ট্রের মদতপুষ্ট’ সম্ভাব্য সাইবার অ্যাটাকের বিষয়ে মোবাইল নির্মাতা সংস্থার তরফেই তাঁদের সতর্ক করা হয়েছিল বলেই সরব হয়েছিলেন তাঁরা। সেই প্রসঙ্গ উত্থাপন করে রাঘব জানতে চান ঠিক কতজন এই হ্যাকিং এর শিকার হয়েছেন? কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী গোটা বিষয়টি সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি। তদন্ত চলছে বলে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা মন্ত্রী জীতিনের।
