Monday, November 17, 2025

পুজোর পরেই দাসপুরে চালুর পথে সোনার হাব, উদ্যোগী রাজ্য

Date:

Share post:

কোভিড পর্বে কাজ হারানো রাজ্যের প্রতিভাবান স্বর্ণশিল্পীরা যাতে এখানেই কাজের সুয়োগ পান রাজ্য সরকার সে বিষয়ে উদ্যোগী হয়েছে। এজন্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি গয়না শিল্প তালুক তৈরি করা হয়েছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগের উদ্যোগে তৈরি ওই শিল্প তালুক আগামী মাস থেকেই কাজ শুরু করতে পারে বলে রাজ্যের ক্ষুদ্রশিল্প অধিকরণের যুগ্ম অধিকর্তা মৌ সেন জানিয়েছেন। তালুকে চোট শিল্পিরা অগ্রাধিকারের ভিত্তিতে সুযোগ পাবেন। এই তালুকের গয়না রফতানির ভাবনাও রয়েছে সরকারের। সেজন্য সেখানে একটি রফতানি সহায়তা কেন্দ্রও তৈরি করা হচ্ছে।‘

উৎপাদিত গয়নার ভৌগলিক পরিচয় বা জিআই ট্যাগেরও আবেদন জানানো হবে। তা পেলে সব প্রস্তুতকারককে একটি করে ইউনিক কিউআর কোড দেওয়া হবে। ক্রেতারা কেনার আগে তা স্ক্যান করে গয়নার তথ্য ও তা কতটা খাঁটি জানতে পারবেন। তিনি আরও জানান, গয়না-সহ বিবিধ পণ্যের রফতানি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্রশিল্প দফতর একটি পোর্টাল খুলেছে। তার সাহায্যে গয়না শিল্পী ও জরি শিল্পীদের পণ্য সহজে রফতানি করা যাবে। এখন হাওড়ার অঙ্কুরহাটিতে এই ধরনের তালুক রয়েছে।

প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় আসার পর বাংলাকে শিল্পে দেশের মধ্যে এক নম্বর জায়গায় নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা নিশ্চিত করতে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন থেকে শুরু করে নানা সময়ে অনেক পদক্ষেপ নিয়েছে রাজ্য। তার ফলে রাজ্যের ক্ষুদ্রশিল্প ক্ষেত্রে ক্রেডিট লিঙ্কেজ (সহজ শর্তে ঋণ প্রদান) বেড়েছে অনেকগুণ। সেটা এবার আরও বাড়াতে চাইছে রাজ্য। এক আধিকারিক বলেন, ক্ষুদ্রশিল্প ইউনিটগুলিকে সমস্তরকম সহযোগিতা করা হবে। তাদের কাজের পরিধি বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। এদের তৈরি জিনিসের ভালো বাজার নিশ্চিত করতেও উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার।

আরও পড়ুন- লঙ্কানদের ৪৩ রানে হারাল ভারতীয় দল, সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া

 

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...