Monday, August 25, 2025

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার শুরু

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির প্রতিষ্ঠা দিবসকে ঘিরে সাজ সাজ রব। ২৮ অগাস্ট দিনটিকে সাফল্যের সঙ্গে উদযাপন করতে প্রস্তুতি তুঙ্গে। হাতে সময় আর মাত্র ১ মাস। তাই রবিবার ২৮ জুলাই থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল টিএমসিপির প্রচার কর্মসূচি। ‘বাকি মাত্র ১ মাস’, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন অ্যানিমেটেড ছবি দিয়ে শুরু হয়েছে টিএমসিপি-র প্রচার। সোশ্যাল মিডিয়ার বাইরেও শুরু আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এই কর্মসূচি।

এরই পাশাপাশি, এবারই প্রথম ২৮ অগাস্টের জন্য তৈরি হচ্ছে টিএমসিপি-র পোস্টার। আগামী ১ অগাস্ট ময়দানে গান্ধি মূর্তির তলায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে এই পোস্টার। এখন চলছে তারই শেষ পর্যায়ের প্রস্তুতি। ২৮ অগাস্টের প্রচারে এবার থাকছে গানও। সবমিলিয়ে প্রতিষ্ঠা দিবসকে সফল করতে কিছুই বাদ দিচ্ছেন না সংগঠনের নেতৃবন্দ। টিএমসিপির অন্দরে এখন তৎপরতা একেবারে তুঙ্গে। রাজ্য থেকে জেলা, সংগঠনের প্রতিটি স্তরেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এই উপলক্ষ্যে এবারই প্রথম রাজ্যজুড়ে শিবির করছে টিএমসিপি নেতৃত্ব। পড়ুয়াদের নিয়ে হবে এই শিবির। চলতি মাসের ২৩ তারিখ তৃণমূল ভবনে এই নিয়ে এক প্রস্তুতি বৈঠক করেন সংগঠনের শীর্ষনেতৃত্ব। বৈঠকে শীর্ষস্থানীয় প্রায় সব নেতারাই উপস্থিত ছিলেন।

আগামী ৩ অগাস্ট মালদায় হবে প্রথম প্রশিক্ষণ শিবির। সেখানে উত্তরবঙ্গের সমস্ত কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকবেন। এখনও পর্যন্ত ঠিক হয়েছে ৩টি প্রশিক্ষণ শিবির হবে। মালদা ছাড়াও আরও দুটি শিবির হবে পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানে। যে জেলায় প্রশিক্ষণ শিবির হবে সেই জেলা তো বটেই, আশপাশের জেলাগুলি থেকেও ছাত্র-ছাত্রীরা আসবেন এই প্রশিক্ষণ শিবিরে। আর সবক’টি শিবিরে বক্তব্য রাখবেন টিএমসিপির শীর্ষ নেতৃত্ব ছাড়াও দলের বিভিন্ন সিনিয়র নেতারাও। মালদায় বক্তব্য রাখবেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব। পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানে থাকার কথা সাংসদ পার্থ ভৌমিক, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য-সহ আর অনেকের।

 

spot_img

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...