Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয় । এদিন মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেলেন ভারতীয় শুটারব মানু ভাকের। এর সুবাদে প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক দিলেন তিনি। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয় মানুর।

২) অলিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান ভারতীয় শুটারব মানু ভাকের। এর সুবাদে প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে আসে প্রথম পদক। আর এরপর থেকেই শুভেচ্ছাই ভাসতে থাকে মানু ভাকের। অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় শুটারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৩) ‘আমি খুব গীতা পড়ি ,গীতা আমায় অনুপ্রেরণা জুগিয়েছে’, এদিন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ের পর বললেন মানু ভাকের। অলিম্পিক্সে ইতিহাস গড়েছেন মানু। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে অলিম্পিক্সে পদক জয় করেছেন তিনি। জিতেছেন ব্রোঞ্জ। আর এরপরই যেন আবেগে ভাসলেন ভারতীয় শুটার।

৪) সহজ জয় দিয়ে ২০২৪ প্যারিস অলিম্পিক্সের অভিযান শুরু করলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এদিন মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের ফতিমাথ মাবাহাকে সহজে হারালেন ভারতীয় শাটলার। ম্যাচের ২১-৯, ২১-৬।

৫) সোমবার ডুরান্ড কাপে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে দিমিত্রিয়স দিয়ামানতাকোসদের প্রতিপক্ষ ভারতীয় বায়ুসেনা দল। গতবারের রানার্স লাল-হলুদ ব্রিগেড এবার পূর্ণশক্তির দল নিয়ে ডুরান্ড খেলতে নামছে। কারণ, ১৪ অগাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে খেলবে তারা। তাই ডুরান্ডে খেলেই এএফসি-র জন্য তৈরি হতে চাইছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Previous articleToday’s market price আজকের বাজার দর
Next articleবেআইনিভাবে বেসমেন্ট ব্যবহারের অভিযোগ! তিন পড়ুয়ার মৃত্যুর পরই ১৩ কোচিং সেন্টার সিল দিল্লি পুরসভার