Friday, July 4, 2025

অসাধ্যসাধন কলকাতা পুলিশের, লাইভ ভিডিও দেখে যুবকের প্রাণ বাঁচাতে পথে চার থানা! 

Date:

Share post:

ফের নয়া দৃষ্টান্ত স্থাপন! প্রতিদিনই শহরের অলিগলিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে শহরবাসীর নিরাপত্তায় বদ্ধপরিকর কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার এমন এক কাণ্ড সামনে এল যা শুনে চমকে যাবেন আপনিও। কিন্তু কলকাতা পুলিশের প্রচেষ্টায় সেই অসাধ্যসাধন সম্ভব হয়েছে।

ঠিক কি ঘটেছিল?

আত্মহত্যা করতে পারেন এক তরুণ! এমন তথ্য আসে লালবাজারে (Lal bazar)৷ কিন্তু ওই তরুণের কোনও পরিচয় ছিল না পুলিশের কাছে৷ কিন্তু কিভাবে আত্মহত্যা আটকানো সম্ভব তা ভেবে দীর্ঘ সময় নষ্ট না করে কলকাতা পুলিশের চারটি থানার অফিসার এবং কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন। শেষমেশ মানসিক অবসাদগ্রস্ত ওই তরুণকে সময় মতো খুঁজে বের করে তাঁকে প্রাণে বাঁচাতে সক্ষম হন কলকাতা পুলিশের আধিকারিকরা৷ ঘটনার সূত্রপাত শনিবার। রাত এগারোটা নাগাদ কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে একটি লিঙ্ক পাঠান একজন তরুণ৷ সেই লিঙ্কটি ছিল একটি ফেসবুক লাইভের৷ ফেসবুক লাইভে এক তরুণ আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন৷

সঙ্গে সঙ্গে ওই তরুণের ফেসবুক পেজে খুঁজে দেখে তাঁর সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা করা হয়৷ কিন্তু ওই প্রোফাইলটি লক করা ছিল বলে বিস্তারিত কিছু জানতে পারেনি পুলিশ৷ এরপর দেরি না করে যে ব্যক্তি ওই ফেসবুক লাইভের লিঙ্ক কলকাতা পুলিশকে পাঠিয়েছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়৷ তিনি জানান, আত্মহত্যার হুমকি দেওয়া ওই তরুণ একসময় তাঁর সহপাঠী ছিলেন। কিন্তু ওই তরুণের পুরনো একটি নম্বর ছাড়া তাঁর সম্পর্কে আর কোনও তথ্যই পুলিশকে দিতে পারেননি। পরে ওই মোবাইল নম্বরটি ট্র্যাক করার চেষ্টা করতেই পুলিশ জানতে পারে ওই নম্বরটি বেহালা অঞ্চলের একজনের নামে রয়েছে৷ এরপরই লালবাজারের পক্ষ থেকে পর্ণশ্রী থানায় ফোন করে তড়িঘড়ি ওই তরুণকে খুঁজে বের করতে বলা হয়৷ পাশাপাশি একই নির্দেশ দেওয়া হয় বেহালা থানার ওসিকেও৷ সতর্ক করা হয় সরশুনা থানাকেও৷

 

এরপরই বেহালা থানা এলাকায় ওই তরুণের খোঁজে রাতেই তল্লাশিতে নামেন তিন জন এসআই পদমর্যাদার অফিসার৷ শেষ পর্যন্ত পর্ণশ্রীতে ওই তরুণের বাড়ি খুঁজে বের করেন বেহালা থানার আধিকারিকরা৷ পরে পুলিশ তরুণকে মৃত্যুমুখ থেকে বাঁচায়। আত্মহত্যার হুমকি দেওয়া ওই তরুণ পুলিশ অফিসারদের জানান, কয়েকটি বিষয় নিয়ে হতাশ হয়েই চরম সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিলেন তিনি৷ তবে কলকাতা পুলিশের এমন অসামান্য প্রচেষ্টায় খুশি পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয়রা।

spot_img

Related articles

মজা করতে ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট? পদ্মনেতা খুনে আদালতে ভর্ৎসিত CBI!

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) বিজেপি নেতা খুনের অভিযোগে শুরু হওয়ার তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট...

বিজেপি মানেই ডবল ভণ্ডামি! মহারাষ্ট্র-রাজস্থানে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার খুদে-বয়স্কদের

ডিজিটাল ইন্ডিয়ার বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং রাজস্থানে খুদে পড়ুয়া থেকে বয়স্করা জীবন হাতে নিয়ে নদী পারাপার করছে। কী...

উত্তরবঙ্গের প্লাবন-সমস্যা মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা সেচ দফতরের

ভূটান থেকে প্রবাহিত নদীগুলির জলে উত্তরবঙ্গের প্লাবন-সমস্যার মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্যের সেচ দফতর (Irrigation...

এগিয়ে থেকেও সুরুচির সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের

এগিয়ে থেকেও শেষরক্ষা হল না। সুরুচি সঙ্ঘের সঙ্গে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের (Eastbengal)। প্রথমার্ধে গুইতের (Guite) গোলে এগিয়ে...