Wednesday, December 17, 2025

রাতভর বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! পরিস্থিতি সামলাতে তৎপর আপ সরকার

Date:

Share post:

রাতভর টানা বৃষ্টিতে (Heavy Rain) জলমগ্ন দিল্লি (Delhi)! সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে, অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন রাজপথ থেকে শুরু করে অলিগলি। সেই জলের তোড়েই নর্দমায় ভেসে মৃত্যু হয়েছে মা ও তাঁর ৩ বছরের ছেলের। পাশাপাশি দুর্যোগের কারণে ইতিমধ্যে দিল্লি লাগোয়া গুরুগ্রামে চার জন এবং গ্রেটার নয়ডায় দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর।

 

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় গাজিপুরে প্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছিলেন ২২ বছরের তরুণী এবং তাঁর তিন বছরের শিশুপুত্র। কিন্তু একটি নির্মীয়মাণ নর্দমায় পড়ে গিয়ে জলে ভেসে যান তাঁরা। পরে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, নির্মীয়মাণ নর্দমাটির গভীরতা ছিল ১৫ ফুট। চওড়ায় ছিল ৬ ফুট। এছাড়াও, পুলিশ সূত্রে খবর দিল্লির বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির কারণে আহত হয়েছেন বহু মানুষ। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ১৪ বছরে মাত্র ২৪ ঘণ্টায় এত বৃষ্টি দিল্লিতে কখনও হয়নি। বৃহস্পতিবারও সারা দিন রাজধানীতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার অবধি দিল্লিতে বৃষ্টি চলতে পারে।

তবে ভারী বৃষ্টি এবং রাজধানীর নানা জায়গায় জল জমার কারণে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সতর্ক অরবিন্দ কেজরিওয়াল প্রশাসন। ইতিমধ্যে জল নামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বৃষ্টি লাগাতার চলতে থাকলে জল সামলানোই বড় চ্যালেঞ্জ আম আদমি পার্টির কাছে।


spot_img

Related articles

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...

আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে...

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...