Friday, May 23, 2025

বন্দেভারতের মুখোমুখি লোকাল ট্রেন, অল্পের জন্য রক্ষা! ‘এটা স্বাভাবিক ঘটনা’, দাবি CPRO-র 

Date:

Share post:

আরও এক বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা! এক লাইনে মুখোমুখি সেমি হাইস্পিড বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এবং লোকাল ট্রেন। ঘটনাটি ঘটেছে হুগলির বর্ধমান শাখার কর্ড লাইনে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের তোলা সেই ভিডিও (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) এখন সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল। যদিও এই ঘটনাকে স্বাভাবিক বলেই দাবি করেছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra)।

একের পর এক রেল দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা শিকেয় উঠেছে। গত দু’মাসে তিনটে বড় রেল দুর্ঘটনার পর বুধবার রাঙাপানি স্টেশনে লাইনচ্যুত হয়েছে মালগাড়ি। অথচ রেলের কোনও হেলদোল নেই। যেখানে সাধারণ মানুষ ট্রেনে সফর করতে ভয় পাচ্ছেন, সেখানে সংসদে দাঁড়িয়ে রেল মন্ত্রী বুলেট ট্রেন নিয়ে ভাষণ দিচ্ছেন। দুর্ঘটনার প্রশ্নে মুখে কুলুপ কেন্দ্রের নড়বড়ে জোট সরকারের মন্ত্রীদের। গত মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া থেকে মুম্বইগামী এক্সপ্রেস ট্রেন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার রাঙাপানিতে বেলাইন মালগাড়ি। এই আবহে এবার সামনে এসেছে একটি ভয়ঙ্কর ভিডিও যেখানে দেখা গেছে মুখোমুখি বন্দেভারত এক্সপ্রেস আর লোকাল ট্রেন। সূত্রের খবর গত মঙ্গলবার সকালে হাওড়া ছেড়ে এনজেপি যাওয়ার সময় বন্দেভারত ট্রেনটি শিবাইচন্ডী স্টেশনে ঢোকার মুখে হোম সিগন্যালে দাঁড়িয়ে পড়ে। একই লাইনে চেরাগ্রামে ঢোকার আগে একটি লোকাল ট্রেনও ওই সময় হোম সিগন্যালে দাঁড়িয়ে ছিল বলে সূত্রের খবর। হাওড়া থেকে কামারকুন্ডু হয়ে বর্ধমান যাচ্ছিল লোকাল ট্রেনটি। প্ল্যাটফর্মে যাত্রা এই ঘটনার ভিডিও করেছেন। বিষয়টিকে আমল দিতে নারাজ রেল, তাদের দাবি, এই ঘটনা স্বাভাবিক। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, অটোমেটিক সিগন্যাল জোনে (Automatic Signal Zone) এগুলো হয়ে থাকে। তাদের কাছেও এই একই লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকার খবর যায় প্রায়ই। এটা কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। পূর্ব রেলের (ER ) তরফে থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে যে ট্র্যাকে দাঁড়িয়ে ছিল হাওড়া-গুড়াপ লোকাল ট্রেন (Howrah Gurap)। সিগন্যাল মেনেই নির্দিষ্ট গতিতে এগোচ্ছিল বন্দেভারত। এই ভিডিও বিভ্রান্তিকর বলেও রেলের তরফে উল্লেখ করা হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীরা রেলের দাবি মানতে নারাজ। তাঁরা বলছেন, নিজেদের দোষ চাপা দেওয়ার চেষ্টা করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। যদি বড় দুর্ঘটনা ঘটে যেত তখন কি এই যুক্তি ধোপে টিকতো? এই ঘটনায় যাত্রীদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।


spot_img

Related articles

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...

‘দেশদ্রোহী’ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের!

বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আর পড়াশুনা করতে পারবেন না বিদেশিরা। নয়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের (Donald...

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনা, রাস্তায় আছড়ে পড়ল প্লেন! একাধিকের মৃত্যুর আশঙ্কা

আকাশ থেকে বিমান হুড়মুড়িয়ে আছড়ে পড়লো রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বিমান থেকে জ্বালানির অংশ ছিটকে...

প্রযোজক-পরিচালকের অজান্তেই ‘চুরি’ আস্ত বাংলা সিনেমা! অভিযোগ দায়ের লালবাজারে

বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment industry) একি কাণ্ড, পরিচালক বা প্রযোজককে না জানিয়ে একটা গোটা বাংলা সিনেমা (Bengali...