Friday, August 22, 2025

বিতর্কের ইতি: সিংহ-সিংহীর নাম রাখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শেক্সপিয়ার বলেছিলেন, “নামে কি বা এসে যায়”! কিন্তু নামে অনেক কিছুই বদল হয়েছিল ত্রিপুরায় জন্মানো ২ সিংহ-সিংহীর। ঠাঁই বদল হয়েছিল ঠিকই কিন্তু বিতর্ক থামেনি। শেষ পর্যন্ত তাদের নাম পরিবর্তন করা হল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ‘যুগলে’র নাম রাখলেন সূরয ও তনয়া।২০১৬ সালে ত্রিপুরার (Tripura) সিপাহিজালা চিড়িয়াখানাতেই আকবরের জন্ম হয়। বাবা দুষ্মন্ত ও মা চিন্ময়ী দম্পতি সিপাহিজালা চিড়িয়াখানায় (Zoo) তিন শাবকের জন্ম দিয়েছিল। সেই তিন শাবকের মধ্যে আকবরকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি। বর্তমানে তার বয়স সাত বছর। আবার একই চিড়িয়াখানায় ২০১৮ সালে জন্ম নেয় সীতা। এরপর এই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরবর্তীতে পশু বিনিময়ের মাধ্যমে তাদের সাফারি পার্কে আনা হয়। কিন্তু ত্রিপুরায় দেওয়া তাদের নাম নিয়ে শুরু হয়ে তুমুল বিতর্ক। ১২ ফেব্রুয়ারি ত্রিপুরার (Tripura) বিশালগড়ে অবস্থিত সিপাহিজলা জুওলজিক্যাল পার্ক থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল সিংহ দম্পতি আকবর ও সীতাকে। কিন্তু বিতর্ক থামেনি। মামলা হয় আদালতে।

শেষ পর্যন্ত বদল হল শিলিগুড়ির (Siliguri) বেঙ্গল সাফারি পার্কের সিংহ এবং সিংহীর নাম। নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়দীপ চৌধুরী জানিয়েছেন, “আদালতে মামলায় প্রমাণিত হয়েছে যে সিংহজুটির নাম এরাজ্যে রাখা হয়নি।” বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। তিনি বলেন, বনদফতরের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করা হয় শিলিগুড়ির বেঙ্গল সাফারির দুই সিংহের নামকরণ করার জন্য। এরপরই মুখ্যমন্ত্রীই দুই সিংহের নাম রাখেন।






spot_img

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...