শরীর ভাল নেই, কনসার্ট বাতিল করে দেশ-বিদেশের ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী অরিজিৎ সিং

শরীরটা একেবারেই ভাল যাচ্ছে না সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh)। ফলে চলতি আগস্টে দেশ-বিদেশে একের পর এক কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি গায়ক। বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিলেও নিজের সিদ্ধান্তে তিনি খুশি নন। নিজের অগুণিত ভক্তের কাছে চেয়ে নিলেন ক্ষমা। ইনস্টা প্রোফাইল থেকে পুরো ঘটনাই শেয়ার করেছেন অরিজিৎ।

শেয়ার করা বিবৃতিতে গায়ক লিখেছেন, “বলতে খুবই কষ্ট হচ্ছে, তবু সবাইকে জানাচ্ছি চিকিৎসাগত কারণে এক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। বাধ্য হচ্ছি অগস্টের যাবতীয় শো বন্ধ রাখতে। জানি আপনারা শো’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সবাইকে নিরাশ করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের ভালবাসাই আমার শক্তি।”

অরিজিৎ (Arijit Singh) আরও লিখেছেন, “এই বাধার সঙ্গে সঙ্গে এক প্রতিজ্ঞা নিয়ে যখন আবার দেখা হবে তা আরও মোহময় হবে। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে না ভুলতে পারা মুহূর্ত তৈরির জন্য আর অপেক্ষা করতেই পারছি। তবে আরও একবার ক্ষমা চাইছি। একই সঙ্গে জানাচ্ছি ভালবাসাও। ভালবাসাসহ অরিজিৎ সিং।” শারীরিক কারণে আগস্টে শো বন্ধ রাখলেও পাল্টা শিডিউলের ডেটও কিন্তু দিয়েছেন অরিজিৎ।

আরও পড়ুন:তদন্তে অসহযোগিতার অভিযোগ! ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির জালে আনিসুর-আলিফ

 


 

Previous articleতদন্তে অসহযোগিতার অভিযোগ! ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির জালে আনিসুর-আলিফ
Next article“দুই হাত খুলে অপেক্ষা করছি”: ইডি অভিযানের খবর পেয়েই মোদি সরকারকে তোপ রাহুলের