Saturday, May 3, 2025

মহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র DHFC-র

Date:

Share post:

কলকাতা লিগের ম্যাচে এগিয়ে থেকেও মহামেডান স্পোর্টিং-এর সঙ্গে ১-১ গোলে ড্র করল ডায়মন্ড হারবার এফসি। DHFC-র হয়ে একমাত্র গোল জবি জাস্টিনের। শেষ মুহূর্তের ভুলে পেনাল্টিতে গোল হজম! আর তাতেই নিশ্চিত জয় হাতছাড়া ডায়মন্ড হারবারের। অথচ শনিবার নৈহাটি স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল DHFC। কিন্তু সংযুক্ত সময়ে বল ক্লিয়ার করতে গিয়ে ডায়মন্ড হারবারের এক ফুটবলারের পা গিয়ে লাগে মহামেডানের এক ফুটবলারের মুখে। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে ১-১ করে দেন মহামেডানের বামিয়া সামাদ।

এই ম্যাচটা জিতলে, সুপার সিক্সে ওঠার পথে অনেকটাই এগিয়ে যেতে পারত ডায়মন্ড হারবার। তবে ড্র হলেও, ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষ স্থান ধরে রাখল কিবু ভিকুনার দল। কলকাতা লিগে এখনও ডায়মন্ড হারবার অপরাজিত। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন মহামেডানের পয়েন্ট ৮ ম্যাচে ১৪। গোটা ম্যাচে মহামেডানের ফুটবলারদের বারবার টেক্কা দিলেন কিবুর ফুটবলাররা। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল ডায়মন্ড হারবার। সাদা-কালো রক্ষণ বারবার কেঁপে গিয়েছে কিবুর দলের আক্রমণের সামনে। এই ম্যাচেও গোল করার অভ্যাস বজায় রাখলেন জবি জাস্টিন। লাল-হলুদের প্রাক্তন স্ট্রাইকার ফুটবলের মূলস্রোত থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন। কিন্তু এই মরশুমে কিবুর কোচিংয়ে পুরনো ফর্মের ঝলক দেখাচ্ছেন জবি। ম্যাচের ৩১ মিনিটে দুরন্ত হেডে গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দিয়েছিলেন জবি-ই। কর্নার থেকে ভাসানো বল শূন্যে অনেকটা লাফিয়ে নিখুঁত হেডে জালে জড়ান জবি।

এক গোলে এগিয়ে যাওয়ার পরেও ডায়মন্ড হারবারের প্রাধান্য বজায় ছিল। সুযোগও তৈরি হয়েছিল বেশ কিছু। কিন্তু গোল আসেনি। তারই খেসারত কিবুর দলকে দিতে হয়, শেষ মুহূর্তের পেনাল্টিতে নিশ্চিত জয় হাতছাড়া করে। এদিকে, গোটা ম্যাচে ছন্নছাড়া খেলেও, শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল মহামেডান ।

আরও পড়ুন- অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং?


spot_img

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...