Thursday, August 28, 2025

দিঘায় পর্যটকদের মনোরঞ্জনে এবার চালু হচ্ছে ডবল ডেকার বাস পরিষেবা

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের দিঘা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে ছুটে আসেন। আর এই পর্যটকদের আরও স্বাচ্ছন্দ্য ও মনোরঞ্জনের জন্য দিঘা ও শংকরপুর উন্নয়ন পর্ষদের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঠিক সেই রকমই এবার দিঘায় চালু হতে চলেছে একটি ডবল ডেকার বাস। এবার দীঘার বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর জন্য এই ডবল ডেকার বাসটি আনা হয়েছে। প্রশাসনের তরফ থেকে এই বাস আনা হয়েছে। যে বাসের ছাদে চড়ে দিঘার বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর বন্দোবস্ত করা হবে। ইতিমধ্যেই দিঘায় প্রথম এই ধরনের বাস আসার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের মধ্যে কৌতুহল চরমে।

দিঘাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একদিকে যেমন প্রশাসনের তরফ থেকে নতুন নতুন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সমুদ্র সৈকত সাজিয়ে তোলার কাজ চালানো হচ্ছে, ঠিক সেই রকমই তোড়জোড় চলছে ক্রুজ পরিষেবা চালু করার জন্য। আর এসবের মধ্যেই দিঘার নতুন প্রাপ্তি নতুন এই ডবল ডেকার বাসটি। বাণিজ্যিকভাবে এখনই বাসটির পরিষেবা দিঘায় শুরু হচ্ছে না। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ট্রায়াল রান চালানো হবে। ইতিমধ্যেই সেই ট্রায়াল রান চালু হয়ে গিয়েছে। আপাতত নিজেদের কর্মীদের নিয়ে বাসটি দিঘার বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছে প্রচারের জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই এই বাসের পরিষেবা শুরু হয়ে যাবে দিঘায়।

বাসটিতে ৫২ টি সিট রয়েছে। বিলাসবহুল ওই বাসের মধ্যে মিউজিক সিস্টেম থেকে শুরু করে লাইটিং সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। তবে এই বাসের টিকিটের দাম কত হবে সেসব সম্পর্কে এখন কোনও তথ্য পাওয়া যায়নি। যা জানা যাচ্ছে তাতে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেই সমস্ত কিছু ঘোষণা করা হবে। এর আগে দিঘায় এই ধরনের বাস পরিষেবা না থাকার কারণে তা পর্যটকদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। কেননা এই বাসের ছাদে চড়ে বিদেশের ধাঁচে দিঘা ঘোরার আনন্দ পাবেন পর্যটকরা।

 

spot_img

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...