বাংলাদেশে অশান্তির জের! এবার বিশ্বভারতীতে পুরনো মেলার মাঠে হবে বৃক্ষরোপণ

বাংলাদেশে অস্থিরতার কারণে, পুরনো মেলার মাঠে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হবে বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে। স্থগিত হল মুজিবরের বায়োপিক দেখানো। এই বাংলাদেশ ভবনে রয়েছে মুজিবর রহমানের বহু স্মৃতি বিজরিত স্মারক, ভাস্কর্য ও পুস্তক।

১৯৪১ সালের ৭ অগাস্ট অর্থাৎ ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাকোঁর ঠাকুর বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কবি। এবারও ৭ অগাস্ট পড়েছে বাইশে শ্রাবণ। কবি চেয়েছিলেন শান্তিনিকেতনে তাঁর শেষ নিঃশ্বাস পড়ুক। যদিও তাঁর শেষ ইচ্ছা পূরণ হয়নি। বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায় এক সময় বলেন, “২২ শ্রাবণ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র সপ্তাহ পালিত হওয়ার রীতি। গুরুদেবের জীবদ্দশায় প্রথম ১৯২৮ সালের ২১ জুলাই বৃক্ষরোপণ এবং ১৪ জুলাই হল কর্ষণ উৎসব পালিত হয়। স্বয়ং গুরুদেব এর সূচনা করেন। ১৯৪২ সালের পর ২২ শ্রাবণ বৃক্ষ রোপণ এবং তার পরের দিন হল কর্ষণ উৎসব পালিত হয়। বৃক্ষরোপণের মাধ্যমে নতুন প্রাণের উদ্বোধন। জীবনের পক্ষে শপথ নেওয়া। মৃত্যু শেষ কথা নয়, এক অর্থে রয়ে যাওয়া।

আরও পড়ুন- স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক প্রতিবেদন! সতর্ক করল রাজ্য পুলিশ

 

Previous articleস্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক প্রতিবেদন! সতর্ক করল রাজ্য পুলিশ
Next articleঅশান্তির চরমে বাংলাদেশ! এবার ঢাকায় বঙ্গবন্ধু মুজিবের মূর্তির মাথায় মূত্রত্যাগ আন্দোলনকারীদের