Saturday, August 23, 2025

বিশ্বকবির প্রয়াণ দিবসে নিমতলায় শশী, ফিরহাদ; ঠাকুরবাড়িতে মাল্যদান ব্রাত্যর

Date:

Share post:

রোদ মেঘের লুকোচুরি খেলা বাইশে শ্রাবণের সকালে বাংলা জুড়ে বিশ্বকবির স্মৃতিচারণা। রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবসে নিমতলা মহাশ্মশানে কবিগুরুর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja),ফিরহাদ হাকিম (Firhad Hakim)। উপস্থিত ছিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত সহ বিশিষ্টরা। রবির গানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Imon Chakraborty)।

মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)বলেন, বাংলায় থাকা বাঙালি অবাঙালি প্রত্যেকেই বাইশে শ্রাবণের এই লগ্নে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাচ্ছেন। সত্যিই আজকের দিনটির তাৎপর্য আলাদা। মনের মাঝে অনেক স্মৃতিই উঠে আসছে। রবীন্দ্রনাথ বাংলা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। তিনি সকলের গর্ব। যদিও এদিন বাংলাদেশের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সকলে সংযত থাকুন, এটাই অনুরোধ।

এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁকে বাংলাদেশের অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

১৯৪১ সালের ৭ আগস্ট জোড়াসাঁকোর বাসভবনে প্রয়াত হন রবি। রোগগ্রস্ত কবির জীবনের শেষদিনগুলোতেও সৃষ্টিশীল ছিলেন কবিগুরু। তিনি বিশ্বাস করতেন মৃত্যু না থাকলে জীবনের কোনও মূল্য নেই। মরণের প্রেক্ষিতে জীবন দেখার মাঝেই অমৃতের সন্ধান করতেন রবীন্দ্রনাথ। তাঁর স্মৃতিচারণায় এদিন কবি সৃষ্ট সুর ও সাহিত্যের কথা তুলে ধরেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা কর্পোরেশন ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উদযাপন’ উপলক্ষ্যে নিমতলা মহাশ্মশান স্মৃতি সৌধ প্রাঙ্গণে যে অনুষ্ঠানের আয়োজন করেছে তা আরও একবার বাঙ্গালিয়ানার কথাই মনে করায়। কারণ রবির আলোতেই বাঙালির জীবনযাত্রার অবলম্বন লুকিয়ে আছে।

বিধায়ক দেবাশিস কুমার বলেন প্রতি বছরের মতো এবছরেও এই অনুষ্ঠানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা আছে। এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধানসভাতেও কবির প্রয়াণ দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা জানানো হয়। কবিতা পাঠ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattopadhyay)।



spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...