Saturday, August 23, 2025

বিনেশ ফোগতের সঙ্গে সাক্ষাৎ পিটি উষার,আইওএ-র পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

প্যারিস অলিম্পিক শুরুর মাস খানেক আগে কিরগিজস্তানে বসেছিল অলিম্পিকে যোগ্যতা অর্জনের পর্ব। সেই টুর্নামেন্ট খেলতে নামার আগে বিস্ফোরক অভিযোগ করেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগত। তার অভিযোগ ছিল, ফেডারেশন কর্তা ব্রিজভূষণ সিং এবং সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে। তার অভিযোগ ছিল, অলিম্পিকে তাকে খেলতে দেওয়া হবে না। তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে,কিরগিজস্তান থেকে প্যারিস সেই ষড়যন্ত্র কি বাস্তবে পরিণত হল ? কারণ, অলিম্পিকের নিয়ম বলছে, পদক যখন নিশ্চিত হয়, তখন কোনও কুস্তিগিরের ওজনের হেরফের হলে সার্পোট স্টার্ফ চাইলে ওজন মাপার আগে তাকে আহত বলে ঘোষণা করতে পারেন। তাতে পদক নিশ্চিত থাকে। প্রশ্ন এখানে ওজন বাড়ার পরেও ভিনেশকে কেন আহত বলে ঘোষণা করা হল না ? তাহলে কী করছিলেন সাপোর্ট স্টার্ফরা ? ফাইনাল খেলতে নামার আগে ঠিক কত বেড়েছে বিনেশের ওজন ? প্রাথমিক ভাবে জানা গিয়েছিল ১০০ গ্রাম। কিন্তু পরের একটি সূত্রে দাবি করা হয়, প্রায় দু কেজি ওজনের হেরফের হয়েছিল। যা কমাতে এক রাতের মধ্যেই জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন সারা রাত। তাতে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন বিনেশ। চিকিৎসকদের দাবি, সারারাত কসরতের জেরেই অসুস্থ হন ভারতীয় কুস্তিগির। তার জেরেই তাকে প্যারিসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষা বলেন, অলিম্পিকে বিনেশ ফোগতের বাতিল হওয়া খুবই হতাশার। আমি অলিম্পিক গেমস ভিলেজের পলিক্লিনিকে বিনেশের সঙ্গে দেখা করেছি। আইওএর পক্ষ থেকে যে সব রকম ভাবে ওকে সমর্থন করা হবে সেটা আমি আশ্বস্ত করেছি। ভারত সরকার এবং দেশবাসী ওর পাশে রয়েছে।পিটি উষা জানান, United World Wrestling-কে ভারতীয় কুস্তি ফেডারেশন বিনেশের বাতিলের বিষয়টি নিয়ে পুনরায় ভাবার কথা জানিয়েছে। তিনি বলেন, ‘বিনেশকে আইওএর পক্ষ থেকে মেডিকেল ও ইমোশনাল সাপোর্ট দেওয়া হচ্ছে। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের কাছে বিনেশ ফোগতের বাতিল হওয়া বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছে। চিকিৎসক দিনশ পার্দিওয়ালার তত্ত্বাবধানে বিনেশের মেডিকেল টিম যে চেষ্টা করেছে, সেই ব্যাপারে আমরা অবগত। শেফ ডি মিশন গগন নারাং সারা রাত নজর রেখেছিলেন, বিনেশের কী কী প্রয়োজন।

 

spot_img

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...