Sunday, January 11, 2026

বিনেশ ফোগতের সঙ্গে সাক্ষাৎ পিটি উষার,আইওএ-র পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

প্যারিস অলিম্পিক শুরুর মাস খানেক আগে কিরগিজস্তানে বসেছিল অলিম্পিকে যোগ্যতা অর্জনের পর্ব। সেই টুর্নামেন্ট খেলতে নামার আগে বিস্ফোরক অভিযোগ করেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগত। তার অভিযোগ ছিল, ফেডারেশন কর্তা ব্রিজভূষণ সিং এবং সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে। তার অভিযোগ ছিল, অলিম্পিকে তাকে খেলতে দেওয়া হবে না। তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে,কিরগিজস্তান থেকে প্যারিস সেই ষড়যন্ত্র কি বাস্তবে পরিণত হল ? কারণ, অলিম্পিকের নিয়ম বলছে, পদক যখন নিশ্চিত হয়, তখন কোনও কুস্তিগিরের ওজনের হেরফের হলে সার্পোট স্টার্ফ চাইলে ওজন মাপার আগে তাকে আহত বলে ঘোষণা করতে পারেন। তাতে পদক নিশ্চিত থাকে। প্রশ্ন এখানে ওজন বাড়ার পরেও ভিনেশকে কেন আহত বলে ঘোষণা করা হল না ? তাহলে কী করছিলেন সাপোর্ট স্টার্ফরা ? ফাইনাল খেলতে নামার আগে ঠিক কত বেড়েছে বিনেশের ওজন ? প্রাথমিক ভাবে জানা গিয়েছিল ১০০ গ্রাম। কিন্তু পরের একটি সূত্রে দাবি করা হয়, প্রায় দু কেজি ওজনের হেরফের হয়েছিল। যা কমাতে এক রাতের মধ্যেই জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন সারা রাত। তাতে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন বিনেশ। চিকিৎসকদের দাবি, সারারাত কসরতের জেরেই অসুস্থ হন ভারতীয় কুস্তিগির। তার জেরেই তাকে প্যারিসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষা বলেন, অলিম্পিকে বিনেশ ফোগতের বাতিল হওয়া খুবই হতাশার। আমি অলিম্পিক গেমস ভিলেজের পলিক্লিনিকে বিনেশের সঙ্গে দেখা করেছি। আইওএর পক্ষ থেকে যে সব রকম ভাবে ওকে সমর্থন করা হবে সেটা আমি আশ্বস্ত করেছি। ভারত সরকার এবং দেশবাসী ওর পাশে রয়েছে।পিটি উষা জানান, United World Wrestling-কে ভারতীয় কুস্তি ফেডারেশন বিনেশের বাতিলের বিষয়টি নিয়ে পুনরায় ভাবার কথা জানিয়েছে। তিনি বলেন, ‘বিনেশকে আইওএর পক্ষ থেকে মেডিকেল ও ইমোশনাল সাপোর্ট দেওয়া হচ্ছে। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের কাছে বিনেশ ফোগতের বাতিল হওয়া বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছে। চিকিৎসক দিনশ পার্দিওয়ালার তত্ত্বাবধানে বিনেশের মেডিকেল টিম যে চেষ্টা করেছে, সেই ব্যাপারে আমরা অবগত। শেফ ডি মিশন গগন নারাং সারা রাত নজর রেখেছিলেন, বিনেশের কী কী প্রয়োজন।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...