Thursday, August 21, 2025

লাল পতাকা আর রক্তিম ফুলসজ্জায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ঘড়ির কাটায় সকাল ১০টা ৩৫ মিনিট। পিস ওয়ার্ল্ড থেকে বের করে আনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) মরদেহ। উপস্থিত সুচেতন ভট্টাচার্য, রবীন দেব, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী-সহ একাধিক বাম নেতৃত্ব। বাম রাজনীতির আকাশে আজ অস্তরাগ। বামপন্থী কর্মী সমর্থকেরা চোখের জলে শেষ বিদায় জানালেন প্রিয় নেতাকে। ১০.৪০ মিনিট নাগাদ ফাঁকা অ্যাম্বাসেডরকে সঙ্গে নিয়েই সামনের এগিয়ে চলল বুদ্ধদেব ভট্টাচার্যের শববাহী শকট। বেঙ্গালুরু থেকে আনা ৫০০ ফুল দিয়ে সাজানো হয়েছে গাড়ি। পার্ক সার্কাস ফ্লাইওভার, পার্ক স্ট্রিট হয়ে রাজভবনের সামনে দিয়ে পশ্চিমবঙ্গের দুবারের মুখ্যমন্ত্রীর নিথর দেহ পৌঁছে গেল বিধানসভায় (Assembly)।

৭৭ সাল থেকে যে বিধানসভায় অনায়াস যাতায়াত ছিল বুদ্ধবাবুর শেষবারের মতো পৌঁছলেন সেখানে। বাম নেতাদের পাশাপাশি সেখানে উপস্থিত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অন্যান্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মাল্যদান শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

 

রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাধিক নেতৃত্ব বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীকে প্রণাম জানান। স্যালুট জানান রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারও। বিধানসভায় এদিন এক ফ্রেমে শাসকবিরোধী বিরোধী সকলেই। সামনে তখন কমরেডের নিথর দেহ। এক পাশে স্ত্রী মীরা ভট্টাচার্য অন্যদিকে দাঁড়িয়ে সুচেতন। শুক্রের সকালে বিধানসভায় সৌজন্যের অনন্য নজির গড়ে দিয়ে গেলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। সাদা লাল ফুলের মালায় সেজে আজ প্রিয় শহরকে চির বিদায় জানালেন সংস্কৃতিমনস্ক বর্ষীয়ান বাম রাজনীতিক।


spot_img

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...