অন্তর্বর্তী সরকার অসংবিধানিক, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেননি হাসিনা! দাবি পুত্রের

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে নাকি এখনও পদত্যাগ করেননি শেখ হাসিনা (Sekh Hasina)! আজ, শনিবার একটি সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর দাবি তুলেছেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্রের আরও দাবি, মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ অসাংবিধানিক। কারণ, সাংবিধানিক ভাবে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে রয়েছেন হাসিনা।

হাসিনা (Sekh Hasina) সরকারের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ছিলেন তাঁরই পুত্র জয়। যিনি বর্তমানে আমেরিকায়। সেখান থেকেই সাক্ষাৎকারে জয় বলেন, ‘‘আমার মা আনুষ্ঠানিক ভাবে কখনওই পদত্যাগ করেননি। তিনি সময়ই পাননি। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মা। কিন্তু সেই সুযোগ পাওয়ার আগেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে। তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’’

আরও পড়ুন: সীমান্তে ধর্মীয় সম্প্রদায়কে রক্ষায় কমিটি! শুক্রবার অনুপ্রবেশের চেষ্টার পর উদ্যোগী অমিত শাহ

 

 

Previous articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম 
Next articleস্কুলেই হামাসের ঘাঁটি! সন্দেহে হামলা চালিয়ে ১০০ প্রাণ নিল ইজরায়েল