অবাঞ্ছিত! পুরো সিভিক ভলান্টিয়ার সমাজকে মেশানো ঠিক না, দাবি কুণালের

এতজন মনযোগ দিয়ে কাজ করছেন, নিষ্ঠার সঙ্গে পরিষেবা দিচ্ছেন। এর সঙ্গে গোটা পেশা বা গোটা সমাজকে মেশানো ঠিক হবে না

আর জি কর হাসপাতালের ঘটনা অবাঞ্ছিত। তা সত্ত্বেও গোটা সিভিক ভলান্টিয়ার কমিউনিটিকে এই ঘটনার জন্য দায়ী করা ঠিক হবে না বলেই দাবি তৃণমূলের। ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলও একই সুরে দাবি জানিয়েছেন ধৃত অপরাধীর পরিচয় তিনি শুধুই অপরাধী। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষেরও দাবি, সঞ্জয় রায়ের কাজের জন্য গোটা সিভিক সমাজকে দোষ দেওয়া কাম্য নয়।

শনিবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী ধরে তদন্তে অনেকটা আলোকপাত করতে সক্ষম হয় কলকাতা পুলিশ। তারপরেই সামনে আসে ধৃত সঞ্জয়ের পরিচয়। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত ছিলেন। এই ঘটনার নিন্দা জানিয়ে কুণাল ঘোষ জানান, “ঘটনাটি একেবারেই অবাঞ্ছিত। কিন্তু পুলিশও আমাদের সমাজের মধ্যে থেকেই আসে। সিভিক ভলান্টিয়াররাও আমাদের সমাজের মধ্যে থেকেই আসে। এতজন মনযোগ দিয়ে কাজ করছেন, নিষ্ঠার সঙ্গে পরিষেবা দিচ্ছেন। এর সঙ্গে গোটা পেশা বা গোটা সমাজকে মেশানো ঠিক হবে না।”

Previous articleসরকার পুলিশকে গুলি চালাতে নির্দেশ দেয়নি, চাঞ্চল্যকর দাবি হাসিনা পুত্রের
Next articleখুনি-ধর্ষকদের এনকাউন্টারের আইন আনা হোক: বিস্ফোরক দাবি অভিষেকের