Thursday, November 13, 2025

অধ্যক্ষকে প্রশাসনিক পদে ‘না’, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে দাবি আন্দোলনকারী ডাক্তারদের

Date:

Share post:

সোমবারও বদল হল না আর জি কর হাসপাতালের আন্দোলনরত ডাক্তারদের দাবির। অধ্যক্ষের পদত্যাগের পরে তাঁকে অন্য কোনও প্রশাসনিক পদে না রাখার দাবি জানালেন তাঁরা। সেই সঙ্গে মেডিক্যাল কলেজের অন্যান্য যে পদাধিকারীদের বিরুদ্ধে অভিযোগ ছিল ছাত্রদের, তাঁদের ক্ষেত্রেও একই অবস্থানের দাবি জানালেন তাঁরা। সোমবারই নির্যাতিতার বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন অধ্যক্ষ ও সুপারকে রাজ্য সরকার অন্যত্র সরিয়ে দিয়েছে।

আর জি কর হাসপাতালের আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের প্রবল আন্দোলনের মুখে সোমবারই পদত্যাগ করেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর পদত্যাগের দাবি স্বীকার করে মুখ্যমন্ত্রী জানান তাঁকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। এরপরই আন্দোলনরত পড়ুয়াদের দাবি, তাঁরা লিখিত পদত্যাগপত্র দেখতে চান। সেই সঙ্গে অধ্যক্ষ সহ এমএসভিপি, ডিন ও চেস্ট বিভাগের বিভাগীয় প্রধানকে তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কোনও প্রশাসনিক পদে রাখা যাবে না বলে দাবি জানান তাঁরা।

এর পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের দাবিতেও তাঁরা অনড়। অপরাধী একাধিক, এমনটাই দাবি করে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিও জানান তাঁরা। সেই সঙ্গে তদন্তের অগ্রগতির রিপোর্ট আন্দোলনকারী পড়ুয়াদের দেওয়ার দাবি জানান তাঁরা। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে শহরের একাধিক মেডিক্যাল কলেজ থেকে দাবি ওঠে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তাঁদের হাসপাতালে দায়িত্বে পাঠানো হলে তাঁরা তা মেনে নেবেন না।

রাজ্যের পড়ুয়া ডাক্তারদের পাশাপাশি গোটা দেশের চিকিৎসকদের সংগঠন সোমবার থেকে কর্মবিরতিতে গিয়েছেন। দিল্লি এইমসেও বন্ধ রাখা হয়েছে নির্দিষ্ট পরিষেবা। ছয়টি দাবিতে তাঁরা আন্দোলনে নামেন। ফর্ডার দাবি, নির্যাতিতার বিচারে সিবিআইকে তদন্তভার দিতে হবে। সেই সঙ্গে কেন্দ্র সরকারকে সব হাসপাতালের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন প্রণয়ন করতে হবে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...