Sunday, January 11, 2026

পথে নেমে প্রতিবাদের ডাক, আরজি কর কাণ্ডের নৃশংসতায় ফুঁসছে টলিউড!

Date:

Share post:

হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুন নারী নিরাপত্তায় বড় প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনার নৃশংসতাকে নিন্দের পাশাপাশি রাগে ফুসছে বাংলা বিনোদন জগত (Bengali Entertainment Industry)। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ‘বিচার চাই’ স্লোগানের পাশাপাশি বাড়ছে ভয়, বলছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এক তরুণী চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তা শুধু একজনের উপর হওয়া অন্যায় নয়, এটা পুরো নারী জাতির অপমান— এ ভাবেই ব্যাখ্যা করছেন বাংলা বিনোদন দুনিয়ার বিশিষ্টজনেরা। কঠোর শাস্তির কথা বলছেন অপর্ণা সেন (Aparna Sen) থেকে শুরু করে মিমি চক্রবর্তীর (Mimi Chakroborty) মতো এ প্রজন্মের নায়িকারাও। দুই কন্যা সন্তানের মা বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty) বলছেন, “আমি অত্যন্ত বিরক্ত। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি। পথে নেমে প্রতিবাদ ছাড়া আমি তো আর কোনও বিকল্প রাস্তা দেখছি না।” নিজের মেয়ের কথা ভেবে ভয় পাচ্ছেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়(Surajit Banerjee)। একই আশঙ্কা অভিনেতা কিঞ্জলের। মানসিকভাবে ভেঙে পড়েছেন অরিন্দম শীল(Arindam Sil)। স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার লক্ষ্যে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee)।

আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের সঙ্গে যা হয়েছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। দোষীর চরমতম শাস্তির কথা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের কিনারা করতে কলকাতা পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি। রাজ্য তথা দেশ জুড়ে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেন থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন বলেন, এই নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনায় তিনি স্তব্ধ। তাঁর মতে, এরপর সত্যিই আর কিছুই বলার থাকে না। প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী বলছেন, “আরজি কর-কাণ্ডে অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে ফের এই ধরনের জঘন্য অপরাধের কথা ভাবলেই ভয়ে মেরুদণ্ড কেঁপে ওঠে।” দেশ স্বাধীনতার ৭৭ বছর পরেও বিপ্লবের মাসে নারী নিরাপত্তাহীনতা অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সমাজকে। তাই পথে নেমে প্রতিবাদের কথা বলছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।এবার সমাজে নিজেদের অধিকার আর স্বাধীনতার অবস্থান বুঝে নিতে স্বাধীনতা দিবসের মধ্যরাতে ১৪ আগস্ট প্রতিবাদী মিছিলে শামিল হওয়ার ডাক দিয়েছেন স্বস্তিকা-সহ সেলেবদের একাংশ। যাদবপুর, কলেজ স্ট্রিট এবং অ্যাকাডেমিতে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।


spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...