Sunday, August 24, 2025

জাতীয় তালিকার উন্নতি SSKM, মেডিক্যাল কলেজের; প্রথম দশে বাংলার ২ কলেজ

Date:

Share post:

কলেজ, বিশ্ববিদ্যালয় ও সংস্থাগুলির জাতীয় ক্রমতালিকার প্রথম দশটি কলেজের মধ্যে জায়গা পেল রাজ্যের দুই কলেজ। প্রথম ১০০ টি কলেজের মধ্যে রাজ্যের সাতটি কলেজ জায়গা পেলেও আধিক্য রামকৃষ্ণ মিশনের কলেজগুলির। তবে বিশ্ববিদ্যালয় অনুযায়ী অবনমন হল রাজ্যের শীর্ষে থাকা দুই বিশ্ববিদ্যালয় যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের। মেডিক্যাল কলেজগুলির মধ্যে এসএসকেএম ও কলকাতা মেডিক্যাল কলেজ অবশ্য তালিকায় সামান্য হলেও উপরে উঠেছে।

রাজ্যের মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় চাঞ্চল্যের মাঝেই খুশির খবর রাজ্যের মেডিক্যাল কলেজগুলির জন্য। সোমবার কেন্দ্রীয় শিক্ষা দফতর প্রকাশিত এনআইআরএফ তালিকায় এগিয়ে এল এসএসকেএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজ। গত বছর যে এসএসকেএম হাসপাতাল ২৪ নম্বর স্থানে ছিল এবার তার স্থান ২২-এ। সেই সঙ্গে গতবছর ৪৫ নম্বরে থাকা মেডিক্যাল কলেজ এবার একধাপ এগিয়ে ৪৪ নম্বরে।

রাজ্যের কলেজগুলির মধ্যে গত বছর প্রথম স্থানে ছিল সেন্ট জেভিয়ার্স। এবার তাকে পার করে প্রথম স্থানে রহড়া রামকৃষ্ণ মিশন কলেজ। গোটা দেশের তালিকায় তিন নম্বরে এই কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ পাঁচ থেকে নেমে গিয়েছে ছয় নম্বরে। তবে এবার প্রথম দশ কলেজের দুটি বাংলার।

তবে বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেখা গেল রাজ্যের সেরা দুই বিশ্ববিদ্যালয় যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় তালিকায় আগের বছরের থেকে নেমে গেল। দেশের নয় নম্বরে থাকা বিশ্ববিদ্যালয় যাদবপুর রাজ্যের সেরা। রাজ্যের দ্বিতীয় স্থানে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয় গোটা দেশে ১৮ নম্বরে। তবে বিশ্ববিদ্যালয়গুলির প্রথম ১০০টির তালিকায় জায়গা হয়নি আর কোনও বিশ্ববিদ্যালয়ের।

রাজ্যের ফার্মাসি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম ১০০-র মধ্যে জায়গা পেয়েছে গুরুনানক ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিকাল টেকনোলজি। তালিকায় জেআইএস পরিচালিত এই বিশ্ববিদ্যালয় ৭৪ নম্বরে। ইঞ্জিনিয়ারিং বিভাগে এই জেআইএসের দুটি বিশ্ববিদ্যালয় ২০০ ও ৩০০ স্থানে রয়েছে।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...