রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনের আবহে ফের বেরিয়ে এলো রেলের দুমুখী চেহারা। বাংলার তৃণমূল সরকারের কোনও কর্মসূচিতেই বাড়তি মেট্রো চালানোর কোনও ঘোষণাই করে না রেল। বিরোধীরা কর্মসূচি করতেই বাড়তি মেট্রো চালানোর ঘোষণা করা হল। ১৪ অগাস্ট অর্থাৎ বুধবার রাতে শহরে মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির জন্য বাড়তি মেট্রো চালানো হবে, জানালেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। জানানো হয়েছে, শেষ মেট্রো চলবে রাত ১০ টা ৪০-এ।

আর জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আজ রাতে মেয়েদের যে কর্মসূচি ঘোষিত হয়েছে, বাড়তি মেট্রো দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার তার পাশে থাকার বার্তাই দিল। এদিন দমদম ও কবি সুভাষ থেকে রাত ১০টা এবং ১০টা ২০ মিনিটে দুটি মেট্রো ছাড়বে। প্রতিটি স্টেশনে থামবে মেট্রো। খোলা থাকবে টিকিট কাউন্টারও। থাকছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।

এবছরই একুশে জুলাই কর্মসূচির দিন আচমকা পূর্ব রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয় শিয়ালদহ উত্তর শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল। সরাসরি প্রতিবাদ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। তার জেরে সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্ব রেল। এর আগেও ব্রিগেড কর্মসূচির দিন বাতিল করা হয় হাওড়া শাখায় অনেক ট্রেন। অথচ বিরোধীদের সমর্থনে শহরে রাতের আন্দোলনে তড়িঘড়ি বাড়তি ট্রেনের ঘোষণা মেট্রো রেলের।
