মধ্যরাতে কলকাতা তথা রাজ্যজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্যেই আর জি করেই বুধবার রাতে উত্তেজনা ছড়ায়। বহিরাগতরা হাসপাতালে ভিতরে ঢুকে জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার তীব্র নিন্দা করে রাত পৌনে ২টো নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশকে (Kolkata Police) কড়া পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন অভিষেক।নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) অভিষেক লেখেন,
“আজ রাতে আর জি কর-এ গুন্ডামি ও ভাঙচুর সব সহ্যে সীমা পার করেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেছি। আজকের হামলার জন্য দায়ী প্রত্যেককে শনাক্ত করা, ২৪ ঘণ্টার মধ্যে তাদের রাজনৈতিক রং না দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার করার কথা বলেছি। আন্দোলনরত চিকিৎসকদের দাবি ন্যায্য ও ন্যায়সংগত। সরকারের কাছ থেকে এই ন্যূনতম আশা তাঁরা করতেই পারেন। তাঁদের নিরাপত্তা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।”

The hooliganism and vandalism at RG Kar tonight have exceeded all acceptable limits. As a public representative, I just spoke with @CPKolkata , urging him to ensure that every individual responsible for today’s violence is identified, held accountable, and made to face the law…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 14, 2024
আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে আগেও গর্জে উঠেছেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন। এমনকী এই ধরনের ঘটনায় আইন পরিবর্তন করে এনকাউন্টারেরও দাবি জানান তিনি। এদিন হাসপাতালে ভাঙচুরের তীব্র প্রতিবাদ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
