স্বাধীনতা দিবসে রাজভবনের চা-চক্রে কেন আমন্ত্রিত নন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম (Firhad Hakim) ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Binit Goyel)? বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) ডাকা চা-চক্রে যোগ দিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি সরাসরি জানালেন, কলকাতার মেয়র ও পুলিশ কমিশনার পদ দুটি সাংবিধানিক। সুতরাং সে দুটোকে সম্মান করতেই হবে।ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা মেয়র এবং পুলিশ কমিশনার দুটি পদই সাংবিধানিক। সুতরাং সেই পদে কারা বসে আছেন সেটা মুখ্য নয়। এদিনের আনুষ্ঠানিক চা চক্রে মেয়র এবং পুলিশ কমিশনারকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। ফিরহাদ হাকিম বা বিনীত গোয়েলের সঙ্গে রাজভবনের কোনও সমস্যা যদি থেকেও থাকে, “চেয়ারকে সম্মান জানানো উচিত ছিল”। পদকে সম্মান জানানোটাই প্রথা। এই নিয়ে রাজ্যপালের সচিবের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা।

আমন্ত্রণ না জানালেও এদিন রাজভবনে ফিরহাদ হাকিম (Firhad Hakim) নিয়ে যান মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে আসেন বিনীত গোয়েল। রাজভবনে গিয়েও রাজ্যপালের এড়িয়ে চলেন মুখ্যমন্ত্রী। তিনি রাজভবনের বারান্দায় নাগরিক সমাজের সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতা করছেন।

