নারী নিরাপত্তায় বড় ঘোষণা, এবার ‘রাত্তিরের সাথী’ কর্মসূচি ঘোষণা রাজ্যের

বাংলার সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য শনিবার একাধিক নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পৌরহিত্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সেই নিয়মবিধি চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে মহিলা সুরক্ষায় ১৫ দফা পদক্ষেপের কথা জানানো হয়েছে।

কী-কী রয়েছে ‘রাত্তিরের সাথী’ কর্মসূচিতে-

১. চালু রাত্তিরের সাথী প্রকল্প ও মোবাইল অ্যাপ
২. মহিলাদের আলাদা রেস্টরুম
৩. হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি
৪. পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা
৫. ১২ ঘণ্টার বেশি ডিউটি নয়
৬. মহিলাদের যথাসম্ভব রাতের ডিউটি না দেওয়ার চেষ্টা
৭. অ্যাপের সঙ্গে স্থানীয় থানার কন্ট্রোল রুমের যোগাযোগ থাকবে
৮. হেল্প লাইন নম্বর ১০০-১১২
৯. রাতে জোড়ায় দায়িত্বের চেষ্টা
১০. কর্মস্থলে মহিলা বাহিনী
১১. হাসপাতালে কড়া নিরাপত্তা ও মদ্যপানের পরীক্ষা
১২. বিশাখা কমিটি তৈরি
১৩. হাসপাতালে সকলের পরিচয় পত্র বাধ্যতামূলক
১৪. নিরাপত্তা কর্মীদের মধ্যে মহিলা-পুরুষ সমান থাকবে
১৫. সব হাসপাতালেই এই বিধি

বেসরকারি সংস্থাগুলিকেও ‘রাত্তিরের সাথী’ প্রকল্প কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেগুলি হল –

ক) প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল, মহিলা হস্টেলে রাত ভর চলবে বিশেষ পুলিশ পেট্রলিং।

খ) মেডিকেল কলেজ হাসপাতালে এখন থেকে চিকিৎসক-সহ প্রতিটি কর্মীকে গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র।

গ) নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা আধিকারিক নিযুক্ত করা হচ্ছে। তাঁরাই পুরো নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকবেন।

ঘ) কোনও মহিলা চিকিৎসক কিংবা কর্মীকে একটানা ১২ ঘন্টার বেশি ডিউটি দেওয়া যাবে না।

ঙ) সম্ভব হলে মহিলাদের নাইট ডিউটি থেকে বাদ দেওয়া হবে।

আরও পড়ুন- না জানিয়েই সিদ্ধান্ত! স্বাস্থ্য দফতরের বদলির নির্দেশিকা স্থগিত মুখ্যমন্ত্রীর

 

Previous articleবাতিল ডার্বি, নক আউটে কোন অঙ্কে ইস্ট-মোহন, কোয়ার্টার ফাইনালে কোথায় নামবে দুই দল ?
Next articleনারকীয় ঘটনা! চিকিৎসা চলাকালীন যোগীরাজ্যে মৃত্যু ধর্ষিতার, এখনও অধরা অভিযুক্ত