রাস্তার কাজে ‘বাধা’! সস্ত্রীক দুর্নিবারকে শারীরিক হেনস্থা স্থানীয়দের

নিজেদের অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষকে সতর্ক করেছেন এই বলে, "যাঁদের চোখে মুখে অশিক্ষার ছাপ তাঁদের থেকে দূরে থাকবেন

গোটা শহর যখন অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সোচ্চার তখন দিনে দুপুরে চরম অসহিষ্ণুতার শিকার গায়ক দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ‘অশিক্ষার ছাপ’ থেকে সাবধান করলেন গায়ক।

পোষ্যকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় রাস্তায় কিছু কাজ চলার জন্য আটকে পড়ে দুর্নিবার ও স্ত্রী ঐন্দ্রিলার গাড়ি। স্থানীয়রা রাস্তায় সেই সময় কোনও কাজ করছিলেন। গাড়ির হর্ন দিয়ে বা মুখে বলার পরও তারা রাস্তা ছাড়তে রাজি হয়নি।

এরপর দুর্নিবার গাড়ি থেকে নামতেই তার গলা টিপে ধরেে দুষ্কৃতীরা। ধাক্কা মেরে রাস্তার একধারে নিয়ে যায়। ঐন্দ্রিলা গাড়ি থেকে নেমে কোনওক্রমে তাকে রক্ষা করে। ঘটনায় নেতাজি নগর থানায় অভিযোগও দায়ের করেন গায়ক।

তবে ঘটনায় শারীরিকভাবে যতটা আহত হয়েছেন দুর্নিবার ও তাঁর স্ত্রী তার থেকেও বেশি মানসিক আঘাত পেয়েছেন। শহরের রাস্তায় দিনে দুপুরে রাজমিস্ত্রীও না, স্থানীয় বাসিন্দাদের এই আচরণে আতঙ্কে দম্পতি। নিজেদের অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষকে সতর্ক করেছেন এই বলে, “যাঁদের চোখে মুখে অশিক্ষার ছাপ তাঁদের থেকে দূরে থাকবেন।”

Previous articleপ্রকাশিত মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের সূচী
Next articleআর জি কর সংলগ্ন এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের