এখনও বিপর্যস্ত হিমাচল, মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানে মৃত ৩১

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে

প্রাকৃতিক দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না হিমাচল প্রদেশের। মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানের ৫১টি ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। তবে বিপদ এখনই কাটছে না, জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জুন মাসের ২৭ তারিখ থেকে অগাস্টের ১৬ পর্যন্ত একের পর এক হড়পা বান এবং মেঘভাঙা বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়ে রাজ্য।সেই বিপর্যয়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় গোটা রাজ্য।লাহুল এবং স্পিতিতে এই ধরনের মোট ২২টি ঘটনা ঘটেছে, এই ঘটনায় মোট ৩১ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কিন্নরে এই ধরনের ঘটনা ঘটেছে ১১টি, উনাতে ৬টি, কুলু এবং মান্ডিতে ৩টি এবং সিরমাউরে এবং চাম্বাতে একটি করে, এছাড়াও হামিরপুর, সোলান এবং সিমলাতে একটি করে এই ঘটনা ঘটেছে।আপাতত গোটা হিমাচল জুড়েই হালকা বৃষ্টিপাত জারি রয়েছে। রাজ্যের জরুরী পরিষেবা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, এই হড়পা বানের ফলে আপাতত রবিবার সকাল পর্যন্ত ৯৫টি রাস্তা বন্ধ রাখা হয়েছে। আপাতত এখনই দুর্যোগ কাটছে না।

 

Previous articleঅরিজিতের নামে ভুয়ো পোস্ট! টুইটার অ্যাকাউন্টই নেই গায়কের
Next articleআর জি কর নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা, শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ