যোগী রাজ্যে সিবিআই আতঙ্কে কেন্দ্রীয় সরকারি আত্মঘাতী আধিকারিক

প্রতীকী ছবি

যোগী রাজ্য উত্তর প্রদেশে সিবিআইয়ের (CBI) আতঙ্কে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর আত্মহত্যার ঘটনা। পোস্ট অফিসে আর্থিক দুর্নীতি। তদন্তে হাতে পেয়ে অভিযানে নামে সিবিআই। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের পর আত্মহত্যা করলেন ওই পোস্ট অফিসে কর্মরত এক আধিকারিক।

জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে প্রধান ডাকঘরে অভিযান চালান সিবিআই (CBI) আধিকারিকরা।এই পোস্ট অফিসের এক অবসরপ্রাপ্ত ফিল্ড অফিসার-সহ ৮ জনেরও বেশি কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এরপর আজ, বুধবার সকালে আলিগড়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেন পোস্ট অফিসারের সুপারিনটেনডেন্ট ত্রিভুবনপ্রতাপ সিং। নিজের লাইসেন্স প্রাপ্ত পিস্তল থেকে গুলি করেন নিজেকেই! ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পোস্ট অফিসে সিবিআই অভিযানের কারণে মানসিক চাপ ছিলেন ত্রিভুবনপ্রতাপ। সেকারণেই এই আত্মহত্যা।

আরও পড়ুন:সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের প্রশ্নের মুখে আর জি করের নতুন সুপার বুলবুল

 

Previous articleসিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের প্রশ্নের মুখে আর জি করের নতুন সুপার বুলবুল
Next articleলাজং ম্যাচের আগে সতর্ক লাল-হলুদ কোচ কুয়াদ্রাত