যোগীরাজ্য সরকারি মর্গে, মহারাষ্ট্রে নাবালিকার গণধর্ষণ! মুখ পুড়ছে বিজেপির

যোগীরাজ্যে সরকারি দফতরে নারী নিরাপত্তার বিষয়টি একেবারে খোলাখুলিভাবে প্রকাশ্যে চলে আসে। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে বহিরাগতরা ঢুকে

প্রতীকী ছবি

পুলিশ মর্গে বহিরাগতরা ঢুকে গণধর্ষণ করল এক মহিলাকে। এক সঙ্গী সেই ধর্ষণের ভিডিও করে। গোটা বিষয়টা সামনে আসার পর যোগীরাজ্যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তার আসল চেহারাটা ফাঁস হয়ে গিয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রের থানের শিশুদের যৌন নির্যাতনের ঘটনার পর মহারাষ্ট্রেও সামনে আসতে চলেছে একের পর এক যৌন নির্যাতন, গণধর্ষণের ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) যেখানে দেখা যায় নয়ডার সেক্টর নাইন্টি ফোর পুলিশ মর্গে এক ব্যক্তি এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করছে। অন্য একজন তার ভিডিও করছে, অপেক্ষা করছে গণধর্ষণের। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই তদন্তে নামে যোগী প্রশাসন। গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত ও তার সঙ্গী দুজনকে।

তবে এই ঘটনায় যোগীরাজ্যে সরকারি দফতরে নারী নিরাপত্তার বিষয়টি একেবারে খোলাখুলিভাবে প্রকাশ্যে চলে আসে। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে বহিরাগতরা ঢুকে এভাবে জঘন্য কাজ ঘটালো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে মর্গের মতো জায়গা যেখানে অপরাধের প্রমাণ থাকে, সেখানে অবাধে ঢুকে পড়ছে দুষ্কৃতীরা। কলকাতায় হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় যেখানে সারা দেশ তোলপাড়, সেখানে যোগীরাজ্যে কুকীর্তি নিয়ে নীরব স্বাস্থ্যকর্মীরাও।

অন্যদিকে থানের স্কুলে শিশু যৌন নির্যাতনের ঘটনায় মহারাষ্ট্র বিক্ষোভে উত্তাল হওয়ার পরে প্রকাশ্যে এসেছে একাধিক ঘটনা। মহারাষ্ট্রের আকোলায় প্রায় চারমাস ধরে যৌন হেনস্থার পরে পুলিশের দ্বারস্থ হওয়ার সাহস পান ছাত্রীরা। এবার এপ্রিল মাসে পুনের এক নাবালিকার গণধর্ষণের ঘটনাও প্রকাশ্যে এসেছে।  ঘটনায় নাবালিকার দুই নাবালক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এপ্রিল মাসে পুনের এক নাবালিকাকে পার্টিতে ডাকে তার নাবালক বন্ধুরা। সেখানে তাকে জোর করে মদ্যপান করানো হয়। তারপর ১৭ বছরের এক নাবালক তাকে ধর্ষণ করে। সঙ্গী হয় আরও এক নাবালক। ঘটনার সময় আরও এক নাবালক ও তার বান্ধবীও উপস্থিত ছিল। তারা ঘটনার ভিডিও করে। সম্প্রতি নাবালিকা গোটা ঘটনা বাড়িতে জানালে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দুই নাবালককে আটক করে হোমে পাঠায়। অন্য দুই নাবালক ও নাবালিকার খোঁজ চালাচ্ছে পুলিশ।