বাবা হলেন বিবার, সমাজমাধ্যমে সুখবর দিলেন পপতারকা

জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার (Justin Bieber)এবং তাঁর স্ত্রী হেইলির জীবনে নতুন মানুষের আগমন। সোশাল মিডিয়ায় সদ্যোজাতর ছবি দিয়ে বিবার নিজেই জানালেন পুত্রসন্তান আগমনের খবর। উচ্ছ্বসিত অনুরাগীরা।

সেলেনা গোমজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ২০১৮ সালে মার্কিন মডেল হেইলিকে বিয়ে করেন জাস্টিন। প্রকাশ্যে এই কথা না জানালেও বিয়ের চার বছর পূর্তিতে তাঁদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে বিবারের বিচ্ছেদের জন্য অনেকেই হেইলিকে দায়ী করেছেন। কিন্তু জাস্টিন পত্নী এই সবকিছুকে আমল দেননি। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, সিনেমার মতো তাঁদের দাম্পত্যজীবন কাটছে।।দুজনের বোঝাপড়া খুব ভাল বলেই আপাতত সুখে সংসার করছেন তাঁরা। এবার সেই হেইলি মা হয়েছেন। সদ্যোজাতর ঝলক শেয়ার করে সমাজমাধ্যমের ক্যাপশনে জাস্টিন লেখেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার।’