Saturday, August 23, 2025

খোদ কলকাতায় অভিনেত্রীর গাড়ির কাচ ভেঙে ধৃত সেনা অফিসার

Date:

Share post:

রাস্তায় বচসা থেকে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের (Payel Mukherjee) গাড়ির কাচ ভেঙে দেন এক যুবক। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যার। সাদার্ন অ্যাভিনিউ সংলগ্ন লেক অ্যাভিনিউয়ে মোটরবাইকে ধাক্কা লাগা নিয়ে বচসা। তার জেরে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাচ ভাঙেন ওই বাইকচালক।

অভিনেত্রীর দাবি, বাইকচালকের দোষেই তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল বাইকের। তখন যুবক পায়েলকে (Payel Mukherjee) গাড়ি থেকে নেমে আসতে বলেন। তিনি নিরাপত্তার কারণে রাজি হননি। কাচ নামিয়ে কথা বলার সময় ওই যুবক আক্রমণ করে। তাঁর গাড়ির কাচ ভেঙে দেয় বলে অভিনেত্রীর অভিযোগ।অভিনেত্রীর আরও অভিযোগ, কাচ তাঁর সারা শরীরে ছড়িয়ে পড়ে। দেশজুড়ে যখন নারী সুরক্ষা নিয়ে আন্দোলন চলছে, তখন এমন একটি ঘটনায় স্তম্ভিত পায়েল। তাঁকে ওই ব্যক্তি কার্যত শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ।

এদিকে, পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার। কমান্ড হাসপাতালে নিযুক্ত ওই ব্যক্তি আদপে তামিলনাড়ুর বাসিন্দা। তাঁর বিরুদ্ধে শ্লীললতাহানি সহ একাধিক ধারা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের বক্তব্য, অভিনেত্রীর গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। অভিনেত্রীকে দাঁড়াতে বলা হলেও দাঁড়াননি। কাচও নামাননি। নামতে বলা হলেও তিনি নামেননি। তাই তিনি রাগের বশে ঘুসি মেরে কাচ ভেঙে দিয়েছেন। জানা গিয়েছে, এই অভিনেত্রী দক্ষিণ ভারতেও খুবই পরিচিত মুখ।

আরও পড়ুনসিজিও-তে সন্দীপ সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু

 

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...