Friday, November 7, 2025

হোটেলে কোন ‘ছাত্রনেতা’? পুলিশের ভিডিওতেই প্রকাশ্যে আন্দোলনের মিথ্যাচার

Date:

Share post:

ছাত্রসমাজের নেতার মুখোশ আগেই খুলে গিয়েছিল। রাজনৈতিক মদতেই যে মঙ্গলবারের নবান্ন অভিযান, সাংবাদিক বৈঠক করতে এসে ঝুলি থেকে সেই বিড়াল বেরিয়ে পড়ার পরে প্রায় পালিয়ে বেঁচেছেন ছাত্র সমাজের মুখোশ পরে আন্দোলন করতে আসা নেতারা। এবার পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হল সেই ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আন্দোলনের আহ্বায়ক সায়ন লাহিড়িকে কলকাতা এক পাঁচতারা হোটেলে ঢুকতে। তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ না করা হলেও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হল আন্দোলনের ডাক দেওয়ার দুদিন আগে নেতার গতি কীসের ইঙ্গিত দিয়েছিল।

নবান্ন অভিযানের আগের দিন রাজ্য পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয় নবান্নের মতো সংরক্ষিত জায়গায় কোনও কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হয়। সেই অনুমতি নেয়নি হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা ছাত্র সমাজ। পুলিশ এই বিবৃতি পেশের পরই ই-মেলে অনুমতি চায় ছাত্র সমাজ। যদিও পুলিশের পক্ষ থেকে ফের একটি সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এরকম কোনও আন্দোলনের অনুমতি রাজ্য পুলিশ দিচ্ছে না। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জোরালো দাবি করা হয় কোনওভাবেই মঙ্গলবারের নবান্ন অভিযান অরাজনৈতিক নয়।

সোমবার বিকালে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার ছাত্র সমাজের নেতার হোটেলে ঢোকার সেই ভিডিও ফুটেজ প্রকাশ করেন। যেখানে স্পষ্ট দেখা যায় সায়ন লাহিড়িকে। হোটেলের লবিতে গাড়ি দাঁড় করিয়ে তিনজন ঢুকে আসেন ভিতরের দিকে। তাঁদের মধ্যে একজন ছিলেন সায়ন নিজে। পাঁচতারা হোটেলে ঢুকতে দেখা যায়। তিনি দাবি করেন, এই পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করতেই গিয়েছিলেন সায়ন লাহিড়ি। তিনি পাশাপাশি দাবি করেন, এই বিষয়টি আদালতের সামনেও নিয়ে যাওয়া হবে পুলিশের পক্ষ থেকে।

অন্যদিকে আন্দোলনে নামার আগে সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন সায়ন। তাঁকে হোটেলে যাওয়া ও রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করার বিষয়ে প্রশ্নও করা হয়। তিনি উত্তরে স্পষ্ট জানান, তিনি এব্যাপারে কিছু জানেন না। মিথ্যাচার করে সাধারণ মানুষের আন্দোলন হাইজ্যাক করার পাশাপাশি এই আন্দোলনের নেতাদের মিথ্যাচারও এই উত্তরে সকলের সামনে চলে এসেছে।

spot_img

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...