কোনও অপরাধ করিনি: পাঁচ মাস পরে জেল থেকে বেরিয়ে দাবি কবিতার

আমার অবস্থার জন্য শুধু রাজনীতিই দায়ী। আমি কোনও অপরাধ করিনি। এবং আমি সেটা প্রমাণ করবই

সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করার পর মঙ্গলবার রাতেই তিহার জেল থেকে মুক্তি পেলেন বিআরএস নেত্রী কে কবিতা। জেলের বাইরে স্বামী, দাদা ও ছেলের সঙ্গে মিলিত হয়ে চোখের জল সামলাতে পারলেন না তিনি। সেই সঙ্গে দাবি করলেন তিনি প্রমাণ করবেনই যে তিনি নির্দোষ।

সিবিআই ও ইডিকে তীব্র ভর্ৎসনা করে কবিতার জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। এরপরই রীতিমত অটো করে তিহার জেলে পৌঁছান বিআরএস নেতা কে টি রামা রাও। শুরু হয় কবিতাকে জেল থেকে ছাড়ানোর প্রক্রিয়া।

মঙ্গলবার রাতেই তিনি জেল থেকে বেরোন। তিনি বলেন, “ছেলে, দাদা ও স্বামীকে সাড়ে পাঁচ মাস পরে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সকলেই জানেন আমার অবস্থার জন্য শুধু রাজনীতিই দায়ী। আমি কোনও অপরাধ করিনি। এবং আমি সেটা প্রমাণ করবই।”

Previous articleবাংলাকে অচল করা যাবে না! মিলবে পর্যাপ্ত সরকারি বাস পরিষেবা, জানালেন পরিবহন মন্ত্রী
Next articleফের খবরের শিরোনামে মহারাষ্ট্র, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে লাগাতার ধ.র্ষণ!