Friday, August 22, 2025

উত্তরদিনাজপুরে পুলিশের হাতে কামড় বিজেপি মহিলা কর্মীর

Date:

Share post:

বিজেপির ডাকা বনধে উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিক্ষিপ্ত উত্তেজনার সৃষ্টি হয়েছে। সকালে বনধের বিরোধীতায় পথে নামে তৃণমূল কংগ্রেস।বেলা একটু বাড়তেই রায়গঞ্জে পথে নেমে পড়েন বিজেপির নেতা কর্মীরা। রায়গঞ্জ শহরে অবস্থিত বিজেপি কার্য্যালয়ের সামনে রাস্তায় চলে পিকেটিং। টোটো থেকে শুরু করে ছোটো ছোটো গাড়িও আটকে দেওয়া হয়। পিকেটিং চলাকালীন ওই পথে দিয়ে বাইক মিছিল করে তৃণমূল। বনধ ব্যর্থ করার স্লোগান তোলেন তারা।

এদিকে বিজেপির পিকেটিং চলাকালীন সেখানে উপস্থিত হয় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী। পুলিশ ধর্মঘটীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তুমুল বচসা শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। রায়গঞ্জ শহরের পুর বাসস্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিংয়ে বিজেপি নেতা ও কর্মীরা রাস্তা অবরোধ করেন। পুলিশের সঙ্গে বিজেপি নেতা ও কর্মীদের তুমুল ধ্বস্তাধস্তি শুরু হয়। নিজেকে ছাড়াতে এক মহিলা পুলিশ কর্মীর হাতে কামড় বসিয়ে দেন বিজেপির এক মহিলা কর্মী। আন্দোলনকারীদের কার্যত তুলে নিয়ে নিয়ে যায় পুলিশ। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গন্ডগোল রুখতে শহরের বিবেকানন্দ মোড়, কালীবাড়ি, বাসস্ট্যান্ড, রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে চলছে পুলিশি টহলদারী৷ শহরের মোড়ে মোড়ে মোতায়েন ছিল পুলিশ। সারা রাজ্যের পাশাপাশি হেমতাবাদে বিজেপির ডাকা ১২ঘন্টার বনধ সফল করতে রাজ্য সড়ক অবরোধ করা হয়। টায়ার জালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভ চলাকালীন আটক করা হয় বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, জেলা নেতা জয়ন্ত রায়কে। বুধবার সকালে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় হেমতাবাদ থানার পুলিশ।

এদিন ইসলামপুরে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে গন্ডগোলে জড়িয়ে পড়ে  বিজেপি ও তৃণমূল কর্মীরা।পরিস্থিতি সামাল দিতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীর। দুজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি সমস্ত প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুসারে এদিন স্কুল, কলেজ, সরকারি বিভিন্ন দফতর খোলা ছিল। স্কুল গুলিতে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হলেও পড়ুয়ার সংখ্যা কম ছিল। কর্নজোড়ায় প্রশাসনিক কাজকর্ম ছিল স্বাভাবিক।

 

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...