সমস্যা মিটল মহামেডানের, নতুন গঠিত কোম্পানির ডিরেক্টর বোর্ডের চেয়ারম্যান শ্রাচী স্পোর্টসের রাহুল টোডি

সমস্যা মিটল মহামেডান স্পোর্টিং ক্লাবের। আইএসএল-এর আগে ইনভেস্টর সমস্যা মিটে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে মহামেডান তাঁবুতে ক্লাব ও দুই ইনভেস্টরের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হল। মিষ্টিমুখ করেন কর্তারা। নতুন গঠিত কোম্পানির ডিরেক্টর বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শ্রাচী স্পোর্টসের রাহুল টোডি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপেই জট কাটে। আগামী ৭ সেপ্টেম্বর সৌরভের উপস্থিতিতে শহরের একটি পাঁচতারা হোটেলে আইএসএল নিয়ে বড় ঘোষণা করবে মহামেডান। টিমের জার্সি, থিম সংও প্রকাশিত হবে।

এই নিয়ে এদিন শ্রাচী স্পোর্টসের রাহুল টোডি বলেন, “সংস্থায় অনেক লোককে নিয়ে চলতে হয়। মমতা বন্ধ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গেপাধ্যায় সবাই ছিল ওপরে। তাই সমস্যা সমাধান হওয়ারই ছিল। শুধু একটু দেরি হল।”

মহামেডান সচিব ইশতিয়াক আহমেদ বলেন, “একটা পরিবারের মধ্যে ঝামেলা হতেই পারে। সেটা মিটেও যায়। মমতা বন্ধ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গেপাধ্যায় আমাদের অনেক সাহায্য করেছে এই চুক্তির ক্ষেত্রে। তাই তাঁদের ধন্যবাদ জানাই। আমরা আইএসএলের জন্য ভাল দল গঠন করতে চাই।”

আরও পড়ুন- ব্রোঞ্জ পদক হাতছাড়ার পর লক্ষ্যকে ফোন দীপিকার, ভারতীয় শাটলারকে কী বলেছিলেন বলিউড অভিনেত্রী ?


Previous articleঅস্থির সময়ে ‘অ্যাকশনে’ নামার হুমকি দিলেন সুপারস্টার দেব! 
Next articleকারা ক্ষতিপূরণ চেয়েছিল? এখন বিপ্লবী সাজছেন সব!