Monday, August 25, 2025

লোক ঠকাচ্ছেন কেয়া শেঠ! কেন বললেন শতরূপা? সরব চিত্রাঙ্গদাও

Date:

Share post:

অনলাইনে শাড়ি কিনতে গিয়ে প্রতারণার শিকার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) মা। কেয়া শেঠস এক্সক্লুসিভের (Keya Seth’s Exclusive) তরফ থেকে নকল শাড়ি দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন শতরূপা সান্যাল (Shatarupa Sanyal)। পাল্টা জবাব দিয়ে ভিডিও বার্তা শেয়ার কেয়ার (Keya Sheth)।

দুর্গাপুজোর (Durga Puja) আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই কেনাকাটা শুরু হয়ে হয়েছে। আজকালকার দিনে রাস্তায় ঘুরে শপিং করার চেয়ে অনলাইনেই জিনিস কিনতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। সেই তালিকায় আছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মা শতরূপা সান্যাল। অভিনেত্রী পরিচালক ‘কেয়া শেঠস এক্সক্লুসিভ’ থেকে তিনি একটি বোমকাই শাড়ি কিনেছিলেন। আর তাতেই প্রতারিত হয়েছেন বলে অভিযোগ! শতরূপার কথায়, শাড়ির দাম ১ হাজার টাকারও কম, অথচ তাঁর থেকে ৫ হাজার টাকা নেওয়ার পর নকল জিনিস ডেলিভারি করা হয়েছে। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘কাস্টমার কেয়ারে তৎক্ষণাৎ জানালাম, এটা নকল, ফেরত দিতে চাই। তারা মেইলে ও ফোনে জানালো- ফেরৎ হয়না! বদলও হয়না!! পলিসি তাদের এ রকমই। লোক ঠকানোর কী নির্লজ্জ ধান্দা! আমার পুরো টাকাটাই জলে!’ এরপরই বিজ্ঞাপিত ব্র্যান্ড থেকে কেনাকাটার বিষয়ে সকলকে সতর্ক করেছেন তিনি। শতরূপার এই পোস্টে কমেন্ট করেন বড় মেয়ে চিত্রাঙ্গদাও।

অভিযোগ শোনার পর পাল্টা জবাব দিতে আসরে কেয়া শেঠ নিজেই। শতরূপা, চিত্রাঙ্গদাকে একহাত নিয়ে ভিডিওবার্তায় তাঁর পাল্টা অভিযোগ, সাইটেই শাড়ির বিবরণীতে লেখা ছিল এটি ‘আসল নয়’। তাই সেটা না দেখে, শাড়ি অর্ডার করা শতরূপারই ভুল। এমনকী, চিত্রাঙ্গদাকে তিনি পরামর্শ দেন, যাতে তিনি তাঁর মাকে অনলাইন কেনাকাটার খুঁটিনাটি বুঝিয়ে দেন। কেয়া জানান, তাঁর ব্র্যান্ডে রিটার্নের কোনও অপশন নেই, যদি না শাড়িতে কোনও ডিফেক্ট থাকে।তবুও শতরূপার সঙ্গে তাঁদের মেইলে কথোপকথন হয়েছিল শাড়ি বদলে দেওয়ার ব্যাপারে। তারপরেও অভিনেত্রী পরিচালক সোশ্যাল মিডিয়ায় যেটা লিখেছেন তার কারণ ব্যক্তিগত আক্রোশ। কেয়াকে আরও বলতে শোনা যায়, বহুবছর আগে তাঁর কাছে শতরূপা এসেছিলেন সিনেমার স্ক্রিপ্ট নিয়ে গল্প শোনাতে এবং প্রযোজক হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। চিত্রাঙ্গদা – ঋতাভরীর মায়ের কাছে তাঁর ফোন নাম্বার থাকা সত্ত্বেও সমাজমাধ্যমে এই ধরনের পোস্ট আসলে ব্র্যান্ডের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বলেই অভিযোগ কেয়া শেঠের।


spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...