Monday, November 3, 2025

নিরামিষ পণ্যে ‘মাছের নির্যাস’! রামদেব-পতঞ্জলির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে দায়ের অভিযোগ 

Date:

Share post:

ফের বড়সড় বিপাকে যোগগুরু বাবা রামদেব (Ramdev)! এবার তাঁর সংস্থা পতঞ্জলির (Patanjali ) বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। বিষয়টি সামনে আসতেই রীতিমতো হইচই শুরু হয়েছে। রামদেবের সংস্থার বিরুদ্ধে অভিযোগ, নিরামিষ পণ্য হিসেবে দাবি করা হলেও পতঞ্জলির একটি দাঁতের মাজনে (Toothpaste ) মাছের নির্যাস ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যে পতঞ্জলির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের গুরুতর অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। যোগগুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের মালিক বালকৃষ্ণর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তবে এবার সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠতেই আরও বড় বিপাকে রামদেব। ইতিমধ্যে ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের হয়েছে যোগগুরুর বিরুদ্ধে।
ঠিক কী অভিযোগ পতঞ্জলির বিরুদ্ধে? 
পতঞ্জলির প্রোডাক্ট দিব্য দন্ত মঞ্জন নিয়েই যত গণ্ডগোল! সংস্থার দাবি এই পণ্য সম্পূর্ণ নিরামিষ। কিন্তু সম্প্রতি অভিযোগকারী আইনজীবীর দাবি, ওই মাজন মাছের নির্যাস দিয়ে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে তার সপক্ষে একাধিক প্রমান দেখিয়ে দিল্লি হাইকোর্টে মামলাও দায়ের করেছেন আইনজীবী। তাঁর দাবি, সমুদ্রফেন নামে এক সামুদ্রিক মাছ ব্যবহার করে ওই মাজন বাজারে বিক্রি করা হচ্ছে। এটা রীতিমতো বেআইনি। গ্রাহকদের রীতিমতো নিরামিষ পণ্যের নামে আমিষ পণ্য বিক্রি করা হচ্ছে। পাশাপাশি কেন ওই মাজনে ভেজের সবুজ লেভেল লাগানো হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী।
দিল্লি হাইকোর্টে অভিযোগ জমা পড়তেই অবিলম্বে এই বিষয়ে জবাব চেয়ে পতঞ্জলিকে নোটিশ পাঠানো হয়েছে এবং ওই মাজন পরীক্ষার জন্য কেন্দ্রের মোদি সরকার ও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়ার জবাব তলব করেছে হাইকোর্ট। তবে পতঞ্জলির বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ সামনে আসে। ইতিমধ্যে রামদেবের সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ পতঞ্জলির দিব্য ফার্মেসি কোম্পানির ১৪টি পণ্য নিষিদ্ধ করেছে বলে খবর।

spot_img

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...