প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে, ব্রোঞ্জ জয় রুবিনার

২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে। তৃতীয় দিনেও শুটিং থেকে আরও একটি পদক পেল ভারত। শনিবার প্যারিসে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের রুবিনা ফ্রান্সিস। চলতি প্যারালিম্পিক্সে যা ভারতের পঞ্চম পদক। সব মিলিয়ে শ্যুটিং থেকে পদক এল চার-চারটি।

ফাইনাল রাউন্ডে ২১১.১ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ নিশ্চিত করেন রুবিনা। এই ইভেন্টে সোনা জিতেছেন ইরানের সারেহ জাভানমারদি। তাঁর স্কোর ২৩৬.৮ পয়েন্ট। রুপো পেয়েছেন তুরস্কের আয়সেল ওজগান। তিনি ২৩১.১ স্কোর করেছেন।

যোগ্যতা অর্জন পর্বে রুবিনা ছিলেন ষষ্ঠ স্থানে। যদিও ফাইনাল রাউন্ডের শুরু থেকেই পদকের দাবিদার হয়ে ওঠেন তিনি। একটা সময় তো দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন ভারতীয় শুটার। কিন্তু শেষ কয়েকটা শট বাজে নিয়ে তৃতীয় স্থানে নেমে আসেন। প্রসঙ্গত, টোকিও প্যারিলিম্পিক্সেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন রুবিনা। কিন্তু সেবার সপ্তম স্থানে শেষ করে হতাশ করেছিলেন। সেই আক্ষেপ প্যারিসে মেটালেন ভারতীয় শুটার।

এদিকে রুবিনা পদক পেতেই ভাস্তে থাকেন শুভেচ্ছার জোয়ারে। রুবিনাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন- ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড , মোহনবাগানকে হারাল টাইব্রেকারে


Previous articleRG Kar: অভিযুক্তের দ্রুত ফাঁসির দাবিতে ধরনা ব্লকে-ব্লকে, রবিবার পথে নামছে মহিলা তৃণমূল
Next article২-০ গোলে এগিয়ে থেকেও হার, ডুরান্ডের ফাইনালে হারের পর কী বললেন বাগান কোচ মোলিনা ?