জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে কামদুনির মৌসুমি-টুম্পা কেন?

আরজি কর কাণ্ডের পরে বিচারের দাবিতে শহরের রাস্তায় মিছিলে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের সঙ্গে পা মেলালেন কামদুনি কাণ্ডের প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল। আর এরপরই প্রশ্ন উঠেছে , যতই মিছিল অরাজনৈতিক বলা হোক না কেন, এই দুজনের উপস্থিতি প্রমাণ করে দিল, এর নেপথ্যে বিজেপির মদত আছে।

এদিন দুজনেই দাবি করেন, ১০ বছর পরেও কামদুনি বিচার পায়নি। মহিলা নিরাপত্তাও রাজ্য তলানিতে ঠেকেছে। কামদুনির পরেও রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। এদিন টুম্পা কয়াল বলেন, ‘আমাদের রাজ্যের এমনই পরিস্থিতি, আজ পথে নেমেছেন ডাক্তাররা। তারা কেউ ঝামেলা করতে আসেননি কিন্তু। তারা পুলিশের পদত্যাগের দাবিতে এসেছেন। কারণ এত বড় ঘটনার তদন্ত হয়নি, উল্টে প্রমাণ লোপাট করা হয়েছে। সেই ঘটনায় পুলিশের এত নিষ্ক্রিয়তা, অথচ আজ আমাদের আটকাতে এসেছে।’

তৃণমূলের বক্তব্য, যেভাবে রাজনৈতিক দলের কায়দায় নগরপালের কুশপুতুল পোড়ানো হল, যেসব স্লোগান উঠল— তা কোনওভাবেই ডাক্তারদের ভাষা হতে পারে না।

আরও পড়ুন- কোচবিহারে জেলাশাসকের দফতরে ইটবৃষ্টি, আইন ভেঙে গ্রেফতার নিশীথ-সহ বিজেপি নেতৃত্ব

 

 

Previous articleকোচবিহারে জেলাশাসকের দফতরে ইটবৃষ্টি, আইন ভেঙে গ্রেফতার নিশীথ-সহ বিজেপি নেতৃত্ব
Next articleR G Kar: “এই দাবানল ছড়িয়ে পড়ুক”-গান বেঁধে প্রতিবাদ কুণালের