Monday, November 10, 2025

ইডি-১, আপ-২; এক গ্রেফতারির দিনেই জেলমুক্তি দুজনের

Date:

Share post:

ইডি-র হাতে আপ বিধায়কের গ্রেফতারির দিনই জেল মুক্তি দুই আপ ঘনিষ্ঠের। একদিকে দু বছরের পুরোনো একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার আপ বিধায়ক আমানতুল্লা খান। অন্যদিকে দিল্লি আবাগারি নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জেলমুক্তি আপের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা বিজয় নায়ার। আবার স্বাতী মালিওয়ালের শারীরিক হেনস্থা মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমার।

সোমবার সকালে হঠাৎই আপ বিধায়ক আমানতুল্লার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সকালে সোশ্যাল মিডিয়ায় গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন আমানতুল্লা। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পরে গ্রেফতার করা হয় আমানতুল্লাকে। তবে তিনি দাবি করেন, ওয়াকফ বোর্ডের অর্থ তছরুপ একটি পুরোনো মামলা। সেই পুরোনো মামলায় গ্রেফতারের অর্থ আপের শক্তিকে বল প্রয়োগ করে ভাঙার চেষ্টা। দুই বছর ধরে এই মামলা তাঁকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে ২৩ মাস পরে জেলমুক্ত হলেন আপের মিডিয়া সেলের প্রধান বিজয় নায়ার। আবগারি নীতি মামলায় যেভাবে গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সেভাবেই ২৩ মাস আগে গ্রেফতার হয়েছিলেন বিজয়। এই মামলায় কেন্দ্রীয় এজেন্সিকে কড়া ভাষায় ভর্ৎসনা করে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এসএনভি ভাট্টির ডিভিশন বেঞ্চ। সর্বোচ্চ আদালত জানায় বিচার ছাড়া এভাবে কাউকে এতদিন জেলে রাখা যায় না। সেই সঙ্গে মিডিয়া সেল পরিচালক হিসাবে সংবিধানের বাকস্বাধীনতার ধারাকে মাথায় রেখে তদন্ত করা উচিত। যে মামলায় সর্বোচ্চ সাত বছরের বেশি শাস্তি হতে পারে না, সেখানে ২৩ মাস বিচারবিভাগীয় হেফাজত আইনকে লঙ্ঘন করছে বলে পর্যবেক্ষণ আদালতের।

আবার আপ নেত্রী স্বাতী মালিওয়ালের করা শারীরিক হেনস্থার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন বিভব কুমার। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের পর্যবেক্ষণ এই মামলাতেও অভিযুক্তের জামিন প্রাপ্য। ইতিমধ্যেই তিনি ১০০ দিন জেলে থেকেছেন। সেই সঙ্গে চিকিৎসার ভাষায় অভিযোগকারীর সামান্য আঁচড়ের দাগ রয়েছে। সেক্ষেত্রে অভিযুক্তের জামিন প্রাপ্য বলেই সিদ্ধান্ত জানায় আদালত।

spot_img

Related articles

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...