আজ, মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ধৃত সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালত ৮ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করে। মূলত, আর জি করের আর্থিক দুর্নীতির মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও টালবাহানার পর গতকাল সোমবার সন্দীপকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে, আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মত নৃশংস পরিণতিতে তাঁর যোগ আছে কিনা সেটা জানা নেই, তবে ওই ঘটনাতেও সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছিল। এবার সুযোগ পেয়ে আর জি করের সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে সপাটে চড় মারলেন এক বিক্ষোভকারী।

আজ, মঙ্গলবার আলিপুর আদালতে যখন তোলা হয় সন্দীপ ঘোষকে, সেইসময় মহিলা ও পুরুষ আইনজীবীরা বিক্ষোভ দেখান। সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে সরব হন। সেইসময় আদালত চত্বরে নিরাপত্তারক্ষীর সংখ্যা কম ছিল। সন্দীপ ঘোষকে আদালতে ঢোকাতে যতেষ্ট বেগ পেতে হয় নিরাপত্তারক্ষীদের।

পরিস্থিতি দেখে আরও ফোর্স আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে আদালত চত্বর থেকে বের করা হয় সন্দীপকে। তখনও বিক্ষোভকারীদের ভিড় সেখানে। সন্দীপকে বের করে নিয়ে যাওয়ার সময়ই এক বিক্ষোভকারী চড় মারেন তাঁকে।


আরও পড়ুন: ‘বিচার চায় তিলোত্তমা’, অভিনব প্রতিবাদ ‘হোম ডেলিভারি’ সংস্থা সুইগির
