বুধে বাড়বে গরম, পাহাড় থেকে সমতলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস 

ভাদ্রের গরমে নাজেহাল বঙ্গ জীবন। বুধের সকালে ঘর্মাক্ত বাঙালি। যদিও দক্ষিণবঙ্গের (South Bengal) সঙ্গে উত্তরবঙ্গের ছবিটার আকাশ পাতাল তফাৎ। রোদ কুয়াশায় ঢাকা পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দিনভর। দক্ষিণবঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।


Previous articleআর জি কর কাণ্ডে বিদেশ যোগ! মোবাইল নম্বর ধরে তদন্তে সিবিআই 
Next articleরাজ্যের সব মেডিক্যাল কলেজের নিরাপত্তায় ১০০ কোটি বরাদ্দ নবান্নের