বহু প্রতীক্ষিত আর জি কর মামলার শুনানি হচ্ছে না বৃহস্পতিবার। অসুস্থ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ফলে তাঁর এজলাসে থাকা চারটি মামলার শুনানি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফে বুধবার সন্ধেয় এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর ফলে আর জি কর মামলার শুনানি হচ্ছে না।

প্রথমে খবর মেলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় না থাকলেও বৃহস্পতিবার হতে পারে আর জি কর মামলার শুনানি। বিচারপতি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র এই মামলার শুনানি করতে পারেন। পরে রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া কজ লিস্ট থেকেই সুস্পষ্ট হয় যে আগামিকাল শুনানি হবে না আরজিকর মামলা।

আরও পড়ুন- যুবতীকে ধর্ষণ, নগ্ননাচে বাধ্য: মধ্যপ্রদেশে তদন্ত ‘অস্বীকার’ পুলিশের!
